ETV Bharat / state

100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ

গ্রাম পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ । প্রতিবাদে রাস্তার কাজ আটকে অবরোধ স্থানীয়দের । গ্রাম পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা ।

ছবি
author img

By

Published : Nov 17, 2019, 2:34 PM IST

Updated : Nov 17, 2019, 3:23 PM IST

কোচবিহার, 17 নভেম্বর : তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ । প্রতিবাদে রাস্তার কাজ আটকে অবরোধ এলাকাবাসীর । কাজ শুরুর প্রথম দিনেই এলাকাবাসীর বাধাদানে আটকে যায় রাস্তার কাজ । গ্রাম পঞ্চায়েত সদস্য শ্যামলী বর্মণের বিরুদ্ধে তৃণমূল কর্মী ও সমর্থকদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 164 পাঠছাড়া গোপালপুর ইটালের বাড়ির ঘটনা ।

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত সদস্যর স্বজনপোষণ নীতির কারণে কাজ হারা এলাকার প্রায় 200 জন । জবকার্ড থাকা সত্ত্বেও প্রায় তিন বছর ধরে 100 দিনের কাজের সুবিধা পাচ্ছে না তারা । অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা । গ্রামবাসী ধুলচাঁদ বর্মণ ও মিনতি বর্মণ বলেন, "জবকার্ড আছে ৷ কিন্তু পঞ্চায়েতের লোকেরা কাজ দেয় না ।"

দেখুন ভিডিয়ো...

যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত সদস্য । শ্যামলী বর্মণ বলেন, "যাদের জবকার্ড বাতিল হয়েছে তারা কী করে কাজ পাবে? তাদের আমরা কাজ দিতে পারছি না । এলাকার গরিব মানুষেরা যাতে 100 দিনের কাজ থেকে বঞ্চিত না হন সেটা আমরা চাই । ভিত্তিহীন অভিযোগ করে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে বিরোধী পক্ষ । জবকার্ডের সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তার চেষ্টা করছি ।"

কোচবিহার, 17 নভেম্বর : তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ । প্রতিবাদে রাস্তার কাজ আটকে অবরোধ এলাকাবাসীর । কাজ শুরুর প্রথম দিনেই এলাকাবাসীর বাধাদানে আটকে যায় রাস্তার কাজ । গ্রাম পঞ্চায়েত সদস্য শ্যামলী বর্মণের বিরুদ্ধে তৃণমূল কর্মী ও সমর্থকদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 164 পাঠছাড়া গোপালপুর ইটালের বাড়ির ঘটনা ।

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত সদস্যর স্বজনপোষণ নীতির কারণে কাজ হারা এলাকার প্রায় 200 জন । জবকার্ড থাকা সত্ত্বেও প্রায় তিন বছর ধরে 100 দিনের কাজের সুবিধা পাচ্ছে না তারা । অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা । গ্রামবাসী ধুলচাঁদ বর্মণ ও মিনতি বর্মণ বলেন, "জবকার্ড আছে ৷ কিন্তু পঞ্চায়েতের লোকেরা কাজ দেয় না ।"

দেখুন ভিডিয়ো...

যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত সদস্য । শ্যামলী বর্মণ বলেন, "যাদের জবকার্ড বাতিল হয়েছে তারা কী করে কাজ পাবে? তাদের আমরা কাজ দিতে পারছি না । এলাকার গরিব মানুষেরা যাতে 100 দিনের কাজ থেকে বঞ্চিত না হন সেটা আমরা চাই । ভিত্তিহীন অভিযোগ করে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে বিরোধী পক্ষ । জবকার্ডের সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তার চেষ্টা করছি ।"

Intro:জব কার্ড থাকলেও একশোদিনের কাজ নেই ,একশো দিনের কাজ আটকে দিল গ্রামবাসীরা৷


কোচবিহার:১৬ নভেম্বর :


বাতিল হয়েছে অনেক গরীব মানুষের জবকার্ড।অনেকের আবার জব কার্ড থাকলেও নেই কাজ ৷ সেই অজুহাতে একশো দিনের কাজ মিলছে না তাদের। এছাড়াও একশো দিনের কাজে অনিয়ম ও স্বজন পোষনের অভিযোগ উঠল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের এক সদস্যার বিরুদ্ধে। যদিও অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত সদস্যা।কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ১৬৪ পাঠছাড়া গোপালপুর ইটালের বাড়ির ঘটনা।

সূত্রের খবর,গ্রাম পঞ্চায়েত সদেস্যার বিরুদ্ধে একশো দিনের কাজে দূর্নীতির অভিযোগ এনে রাস্তার কাজ আটকে দেয় এলাকাবাসী। কাজ শুরুর প্রথম দিনেই এলাকাবাসীর বাধা দানে কাজ আটকে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে আরও অভিযোগ যে তিনি নিজের দলের তৃনমূল কর্মীর লোকেদের কাজ পাইয়ে দেন। পঞ্চায়েত সদস্যার স্বজনপোষন নীতির কারনে এলাকার প্রায় ২০০ জন জব কার্ড ধারিকে প্রায় তিন বছর ধরে একশো দিনের কাজের সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এলাকার বাসিন্দা ধুলচাঁদ বর্মন, কমল বর্মন জানিয়েছেন, অবিলম্বে সমস্যার সুরাহা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হবো।

গ্রামবাসি ধুলচাঁদ বর্মন ,মিনতি বর্মন রা জানান "জব কার্ড আছে কিন্তূ পঞ্চায়েতের লোকেরা কাজ দেয়না তাদের ,"৷ এমন একশো দিনের কাজে একাধিক সমস্যার কথা জানান বাসিন্দারা ৷

এলাকার পঞ্চায়েত সদস্যা শ্যামলী বর্মন জানান " যাদের জব কার্ড বাতিল হয়েছে। তারা কি করে কাজ পাবে। একমাত্র তাদেরই আমরা কাজ দিতে পারছি না। এলাকার গরীব মানুষেরা যাতে কাজ থেকে বঞ্চিত না হয় সেটাই আমরা চাই। কিন্তু ওখানকার বিরোধী পক্ষ ভিত্তিহীন অভিযোগ এনে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। জব কার্ডের সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।"Body:COB Conclusion:
Last Updated : Nov 17, 2019, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.