কোচবিহার, 17 নভেম্বর : তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ । প্রতিবাদে রাস্তার কাজ আটকে অবরোধ এলাকাবাসীর । কাজ শুরুর প্রথম দিনেই এলাকাবাসীর বাধাদানে আটকে যায় রাস্তার কাজ । গ্রাম পঞ্চায়েত সদস্য শ্যামলী বর্মণের বিরুদ্ধে তৃণমূল কর্মী ও সমর্থকদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 164 পাঠছাড়া গোপালপুর ইটালের বাড়ির ঘটনা ।
স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত সদস্যর স্বজনপোষণ নীতির কারণে কাজ হারা এলাকার প্রায় 200 জন । জবকার্ড থাকা সত্ত্বেও প্রায় তিন বছর ধরে 100 দিনের কাজের সুবিধা পাচ্ছে না তারা । অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা । গ্রামবাসী ধুলচাঁদ বর্মণ ও মিনতি বর্মণ বলেন, "জবকার্ড আছে ৷ কিন্তু পঞ্চায়েতের লোকেরা কাজ দেয় না ।"
যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত সদস্য । শ্যামলী বর্মণ বলেন, "যাদের জবকার্ড বাতিল হয়েছে তারা কী করে কাজ পাবে? তাদের আমরা কাজ দিতে পারছি না । এলাকার গরিব মানুষেরা যাতে 100 দিনের কাজ থেকে বঞ্চিত না হন সেটা আমরা চাই । ভিত্তিহীন অভিযোগ করে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে বিরোধী পক্ষ । জবকার্ডের সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তার চেষ্টা করছি ।"