ETV Bharat / state

ছাত্র সংসদ দখলকে কেন্দ্র করে তপ্ত তুফানগঞ্জ কলেজ - TMCP

ছাত্র সংসদ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার তুফানগঞ্জ কলেজ । ঘটনার পরই তুফানগঞ্জ কলেজের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ৷

ছাত্র সংসদ দখলকে কেন্দ্র করে তপ্ত তুফানগঞ্জ কলেজ
author img

By

Published : Sep 17, 2019, 5:16 PM IST

Updated : Sep 17, 2019, 6:48 PM IST

কোচবিহার, 17 সেপ্টেম্বর : ছাত্র সংসদ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার তুফানগঞ্জ কলেজ । তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাঁধে ৷ অভিযোগ, এরপর পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েক জন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য জখম হয় । আহতদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।

গত লোকসভা ভোটের পরে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের হাত থেকে দখল নেয় ABVP । অভিযোগ, আজ তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তুফানগঞ্জ মহাবিদ্যালয় ছাত্র সংসদ পুনরুদ্ধার করতে গেলে বচসায় জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে । তুফানগঞ্জ থানার SDPO ও OC-র সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের । এর পরেই উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

ঘটনার পরই তুফানগঞ্জ কলেজের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী । লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ৷

কোচবিহার, 17 সেপ্টেম্বর : ছাত্র সংসদ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার তুফানগঞ্জ কলেজ । তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাঁধে ৷ অভিযোগ, এরপর পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েক জন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য জখম হয় । আহতদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।

গত লোকসভা ভোটের পরে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের হাত থেকে দখল নেয় ABVP । অভিযোগ, আজ তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তুফানগঞ্জ মহাবিদ্যালয় ছাত্র সংসদ পুনরুদ্ধার করতে গেলে বচসায় জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে । তুফানগঞ্জ থানার SDPO ও OC-র সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের । এর পরেই উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

ঘটনার পরই তুফানগঞ্জ কলেজের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী । লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ৷

Intro:
কোচবিহার ঃ ছাত্র সংসদ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার তুফানগঞ্জ কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে সংঘর্ষ বেঁধে যায় এরপর পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েক জন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য জখম হয়। আহতদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গত লোকসভা ভোটের পরে তুফানগঞ্জ মহাবিদ্যালয় ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের হাত থেকে দখল নেয় এবিভিপি। অভিযোগ, আজ তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তুফানগঞ্জ মহাবিদ্যালয় ছাত্রসংসদ পুনরুদ্ধার করতে গেলে বচসায় জড়িয়ে পড়ে পুলিশের সাথে। তুফানগঞ্জ থানার এসডিপিও ও ওসির সাথে ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে। এর পরেই উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের লাঠির আঘাতে আহত হয় বেশ কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। তাদেরকে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতাল ভর্তি করা হয়েছে। তুফানগঞ্জ কলেজের সামনে মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও লাঠিচার্জ এর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।।# Body:wb_crb_03_lathicharge_vis_7205341Conclusion:wb_crb_03_lathicharge_vis_7205341
Last Updated : Sep 17, 2019, 6:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.