কোচবিহার, 17 সেপ্টেম্বর : ছাত্র সংসদ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার তুফানগঞ্জ কলেজ । তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাঁধে ৷ অভিযোগ, এরপর পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েক জন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য জখম হয় । আহতদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।
গত লোকসভা ভোটের পরে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের হাত থেকে দখল নেয় ABVP । অভিযোগ, আজ তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তুফানগঞ্জ মহাবিদ্যালয় ছাত্র সংসদ পুনরুদ্ধার করতে গেলে বচসায় জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে । তুফানগঞ্জ থানার SDPO ও OC-র সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের । এর পরেই উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ।
ঘটনার পরই তুফানগঞ্জ কলেজের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী । লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ৷