কোচবিহার, 12মে: ঈদ উপলক্ষে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ থেকে বাণিজ্য বন্ধ থাকছে টানা 6 দিন । বাংলাদেশের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, বুধবার থেকে চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা 6 দিন বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকবে ।
জানা গিয়েছে, এই 6 দিন ভারত ও ভুটান থেকে কোনওপ্রকার পণ্য বাংলাদেশে পাঠানো হবে না । বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ থাকবে এই সীমান্ত বন্দর দিয়ে । ঈদ উপলক্ষে বাংলাদেশের ব্যবসায়ীরাই 6 দিন বাণিজ্য করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর ।
আরও পড়ুন: জমায়েত ছাড়াই ঈদ উদযাপন, মসজিদ কমিটির সঙ্গে বৈঠক প্রশাসনের
চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিমলকুমার ঘোষ জানান, আজ থেকেই বন্ধ থাকছে বাণিজ্যকেন্দ্র । সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকছে । ঈদ উপলক্ষে বাংলাদেশের তরফে চিঠি দিয়ে বাণিজ্য বন্ধ রাখার কথা বলা হয়েছে ।