কোচবিহার, 21 ডিসেম্বর : আগামীকাল কোচবিহারে আসছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এরপর বুধবার তিনি পরিদর্শন করবেন কোচবিহারের বিভিন্ন দর্শনীয় স্থান৷ সূত্রের খবর অনুযায়ী, পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের স্বার্থে তিনি নিতে পারেন প্রয়োজনীয় ব্যবস্থা। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাও ঘুরে দেখবেন তিনি৷
কোচবিহার জেলায় রয়েছে বিভিন্ন বিভিন্ন ঐতিহাসিক পরিদর্শন কেন্দ্র ৷ যার মধ্যে অন্যতম কোচবিহারের রাজপ্রাসাদ, ঐতিহ্যবাহী রাজপাট, স্মৃতিবিজড়িত গোসানিমারি, বাণেশ্বর শিব মন্দির, মধুপুরধাম সহ একাধিক পর্যটন কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় সরকারি উদ্যোগের অভাবে প্রচারে উঠে আসেনি পর্যটনকেন্দ্রগুলি। পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় সারা বছর সমাগম হয়েছে প্রচুর পর্যটকের৷ কিন্তু কোচবিহারে পর্যটকের সংখ্যা ছিল নিতান্তই হাতে গোনা৷ আগামী দিনে কোচবিহারকে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। এরইমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
![ঐতিহ্যবাহী রাজপাট](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-central-minister-visit-cob-7205341_21122020084706_2112f_1608520626_722.jpg)
কোচবিহার জেলাপ্রশাসনের এক কর্তা জানান, "আগামীকাল সন্ধ্যায় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কোচবিহারে আসবেন ৷ পরদিন কোচবিহারের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করবেন৷"