কোচবিহার,10 জুন : ফের গাঁজা উদ্ধার । গাড়ি সহ আটক করা হল পাচারকারীকে ৷ কোচবিহারের মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ এলাকার ঘটনা ৷
বুধবার সকালে গোপনসূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান আটক করে । তল্লাশি করতেই বেরিয়ে আসে প্রায় 83 কেজি গাঁজা । গাড়িটি আটক করে গাড়ির চালক সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ ।
প্রসঙ্গত, কোচবিহারের নিশিগঞ্জ এলাকাতে লকডাউন সময়ের মধ্যে পুলিশের তৎপরতায় একই কায়দায় সবজি বোঝাই গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ । তখনও গাড়ি সহ পাচারকারীদের আটক করে পুলিশ ৷ প্রত্যেক বারই পাচারকারীরা সবজির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা করছে ৷ কিন্তু পুলিশও তিনবারই পাচারের আগেই গাঁজা উদ্ধার করে । জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলা পুলিশের তরফে সর্বদা নজরদাড়ি এবং সতর্কতা রাখা হচ্ছে ৷
পরপর তিন বার ! ফের সবজির গাড়িতে গাঁজা উদ্ধার - সবজির গাড়িতে গাঁজা উদ্ধার
সবজির গাড়িতে গাঁজা পাচারের চেষ্টা ব্য়র্থ হল পুলিশের তৎপরতায় । বুধবার কোচবিহারের নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান আটক করে । গাড়ির চালককে আটক করা হয় ।
কোচবিহার,10 জুন : ফের গাঁজা উদ্ধার । গাড়ি সহ আটক করা হল পাচারকারীকে ৷ কোচবিহারের মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ এলাকার ঘটনা ৷
বুধবার সকালে গোপনসূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান আটক করে । তল্লাশি করতেই বেরিয়ে আসে প্রায় 83 কেজি গাঁজা । গাড়িটি আটক করে গাড়ির চালক সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ ।
প্রসঙ্গত, কোচবিহারের নিশিগঞ্জ এলাকাতে লকডাউন সময়ের মধ্যে পুলিশের তৎপরতায় একই কায়দায় সবজি বোঝাই গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ । তখনও গাড়ি সহ পাচারকারীদের আটক করে পুলিশ ৷ প্রত্যেক বারই পাচারকারীরা সবজির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা করছে ৷ কিন্তু পুলিশও তিনবারই পাচারের আগেই গাঁজা উদ্ধার করে । জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলা পুলিশের তরফে সর্বদা নজরদাড়ি এবং সতর্কতা রাখা হচ্ছে ৷