কোচবিহার ,7 মে : গ্রিন জো়নে সরকার বাস চলার অনুমতি মোটে 20 জন যাত্রী নিয়ে ৷ বাস মালিকদের দাবি কম যাত্রী থাকায় ভাড়া কম উঠবে ৷ অথচ তেলের খরচ পড়বে সাধারণ দিনের মতোই ৷ এরফলে আর্থিকভাবে ক্ষতি দেখা দিতে পারে । এই সকল কারণে রাস্তায় বাস বের করেননি বাস মালিকরা। এই পরিস্থিতিতে রোজগার নানা থাকায় বিপাকে পড়েছে বাসকর্মীরা।
কোচবিহার জেলায় বাস,মিনিবাস, ট্যাক্সি ক্যাব মিলিয়ে সংখ্যাটি প্রায় 800 । এছাড়া প্রায় 700 মতো অটো চলাচল হয় । কোচবিহার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও দক্ষিণবঙ্গ, কলকাতা ,অসম ও মেঘালয়ে যাওয়ার অন্যতম প্রধান রাস্তা । কিন্তু কোরোনা মোকাবিলায় গত 44 দিন ধরে চলছে লকডাউন। বন্ধ রয়েছে পরিবহন কর্মীদের রোজগার । রোজগারবিহীন এই সকল পরিবহনকর্মীদের প্রথমদিকে বাস মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সাহায্য করা হলেও পরবর্তীতে আর সাহায্য মিলছে না। বাধ্য হয়ে কোনও কোনও পরিবহন কর্মীদের পরিবারকে বাড়ির সামনেই বসাতে হয়েছে পানের দোকান ৷ তবে , অনেকেই প্রশ্ন করছেন এইভাবে আর কতও দিন ৷