ETV Bharat / state

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে দিনহাটা শহরে 25 হাজার বালতি বিলি

পৌরসভা তরফে বলা হয়েছে, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশানুসারে রাজ্যের সব পৌরসভাতেই বিজ্ঞানসম্মতভাবে বাড়ির দৈনন্দিন পচনশীল ও কঠিন আবর্জনা সংগ্রহ প্রক্রিয়া চালু হয়েছে ৷ সেই নির্দেশ মতো গত বছরের 14 মার্চ দিনহাটা পৌরসভা চারটি ওয়ার্ডে পরীক্ষামুলকভাবে আবর্জনা সংগ্রহ শুরু করে।

bucket provided by dinhata municipalty to every house hold on solid weast managment
সলিড ওয়েস্ট ম্যানেজ়মেন্ট প্রকল্পে দিনহাটা শহরে 25 হাজার বালতি বিলি
author img

By

Published : Jan 13, 2021, 2:18 PM IST

কোচবিহার, 13 জ়ানুয়ারি : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বর্জ্য সংগ্রহ করার জন্য 15 হাজার বালতি বিলি করার কর্মসূচি নিল দিনহাটা পৌরসভা। নতুন বছরের শুরু থেকেই ওয়ার্ড ধরে ওই বালতি বিলি শুরু হয়েছে। দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ বলেন, পচনশীল ও কঠিন আবর্জনা সংগ্রহ করার জন্য বাড়ি পিছু দুটি করে বালতি দেওয়া হচ্ছে । দিনহাটা শহরের প্রায় 15 হাজার বাড়িতে এই বালতি বিলি হবে।

পৌরসভার তরফে বলা হয়েছে, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশানুসারে রাজ্যের সব পৌরসভাতেই বিজ্ঞানসম্মতভাবে বাড়ির দৈনন্দিন পচনশীল ও কঠিন আবর্জনা সংগ্রহ প্রক্রিয়া চালু হয়েছে ৷ সেই নির্দেশ মতো গত বছরের 14 মার্চ দিনহাটা পৌরসভা চারটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে আবর্জনা সংগ্রহ শুরু করে। পরবর্তীতে কোরোনার জন্য ওই কাজে গতি কমে আসে । লকডাউন উঠে গিয়ে জনজীবন স্বাভাবিক হতেই ডিসেম্বর মাসে সলিড ওয়েস্ট ম্যানেজ়মেন্ট প্রকল্পে শহরের বাড়ি বাড়ি বালতি বিলির কাজ শুরু হয়।

আরও পড়ুন :শিলিগুড়ি থেকে 21 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 2

প্রায় সাড়ে 12 হাজার বাড়িতে নীল ও সবুজ বালতি বিলি করা হয়েছে । সবুজ বালতিতে পচনশীল আবর্জনা এবং নীল বালতিতে কঠিন আবর্জনা রাখতে হবে । বালতি বিলির পর বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দেওয়া হবে কীভাবে সেই আবর্জনা রাখতে হবে। সপ্তাহে একদিন সাফাইকর্মীরা গিয়ে সেই বালতি থেকে আবর্জনা সংগ্রহ করবেন ।

কোচবিহার, 13 জ়ানুয়ারি : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বর্জ্য সংগ্রহ করার জন্য 15 হাজার বালতি বিলি করার কর্মসূচি নিল দিনহাটা পৌরসভা। নতুন বছরের শুরু থেকেই ওয়ার্ড ধরে ওই বালতি বিলি শুরু হয়েছে। দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ বলেন, পচনশীল ও কঠিন আবর্জনা সংগ্রহ করার জন্য বাড়ি পিছু দুটি করে বালতি দেওয়া হচ্ছে । দিনহাটা শহরের প্রায় 15 হাজার বাড়িতে এই বালতি বিলি হবে।

পৌরসভার তরফে বলা হয়েছে, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশানুসারে রাজ্যের সব পৌরসভাতেই বিজ্ঞানসম্মতভাবে বাড়ির দৈনন্দিন পচনশীল ও কঠিন আবর্জনা সংগ্রহ প্রক্রিয়া চালু হয়েছে ৷ সেই নির্দেশ মতো গত বছরের 14 মার্চ দিনহাটা পৌরসভা চারটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে আবর্জনা সংগ্রহ শুরু করে। পরবর্তীতে কোরোনার জন্য ওই কাজে গতি কমে আসে । লকডাউন উঠে গিয়ে জনজীবন স্বাভাবিক হতেই ডিসেম্বর মাসে সলিড ওয়েস্ট ম্যানেজ়মেন্ট প্রকল্পে শহরের বাড়ি বাড়ি বালতি বিলির কাজ শুরু হয়।

আরও পড়ুন :শিলিগুড়ি থেকে 21 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 2

প্রায় সাড়ে 12 হাজার বাড়িতে নীল ও সবুজ বালতি বিলি করা হয়েছে । সবুজ বালতিতে পচনশীল আবর্জনা এবং নীল বালতিতে কঠিন আবর্জনা রাখতে হবে । বালতি বিলির পর বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দেওয়া হবে কীভাবে সেই আবর্জনা রাখতে হবে। সপ্তাহে একদিন সাফাইকর্মীরা গিয়ে সেই বালতি থেকে আবর্জনা সংগ্রহ করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.