ETV Bharat / state

আবর্জনা জমিয়ে রাখতে বালতি বিলি পৌর প্রশাসনের

কোচবিহার শহর পরিষ্কার রাখতে উদ্যোগী পৌর প্রশাসন ৷ বাসিন্দাদের মধ্যে দুই ধরনের বালতি বিতরণ করলেন পৌর প্রশাসক তথা মহকুমাশাসক শেখ রাকিবুর রহমান ৷ তাতে পচনশীল এবং পচনশীল নয়, এমন আবর্জনা জমিয়ে রাখবেন বাসিন্দারা ৷ পরে সেই আবর্জনা সংগ্রহ করবে পৌরসভা ৷ পচনশীল আবর্জনা দিয়ে সার তৈরি করে তা বিক্রি করা হবে ৷

bucket distribution under solid waste management program in Coochbehar
আবর্জনা জমিয়ে রাখতে বালতি বিলি পৌর প্রশাসনের
author img

By

Published : Jun 4, 2021, 4:24 PM IST

কোচবিহার, 4 জুন : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় কোচবিহার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে নীল ও সবুজ বালতি বিলি করা হল ৷ পৌরসভার উদ্যোগে শুক্রবার বাসিন্দাদের মধ্যে ওই দুই ধরনের বালতি বিতরণ করলেন পৌর প্রশাসক তথা মহকুমাশাসক শেখ রাকিবুর রহমান ৷ পাশাপাশি এদিন তিনি রাজ আমলের ডাংরাই দিঘি ঘুরে দেখলেন ৷ মহকুমাশাসক জানিয়েছেন, শীঘ্রই এই দিঘি পরিষ্কার করা হবে ৷ এরপর তিনি গোটা এলাকা ঘুরে দেখেন ৷

‘রাজার শহর’ কোচবিহার ৷ রাজ আমলের বহু নিদর্শন যেমন এই শহরে রয়েছে, তেমনই রয়েছে নানা সমস্য়া ৷ যার মধ্যে অন্যতম রাস্তার দু’পাশে জমে থাকা ময়লা ও আবর্জনা ৷ যা অবশ্য়াই প্রশাসনের মাথাব্যথার কারণ ৷ তাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় কোচবিহার শহরের প্রায় 20 হাজার বাড়িতে দুই ধরনের বালতি বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ একটি বালতির মধ্যে পচনশীল এবং অপর বালতিতে পচনশীল নয়, এমন আবর্জনা জমিয়ে রাখবেন বাসিন্দারা ৷ পরে সপ্তাহের নির্দিষ্ট দিনে পৌরসভার সাফাইকর্মীরা ওই বালতি থেকে দুই ধরনের আবর্জনা নিয়ে যাবেন ৷

আরও পড়ুন : কোচবিহারে তৈরি হচ্ছে পাকা সেতু, এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী

সংগৃহীত পচনশীল আবর্জনা দিয়ে সার তৈরি করে তা বিক্রি করা হবে ৷ এতে পৌরসভার আয় যেমন বাড়বে, তেমনই শহরও পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে ৷ পাশাপাশি বাসিন্দারা যাতে কোনওভাবেই শহরের রাস্তায় নোংরা, আবর্জনা না ফেলেন, সেই বিষয়েও নজরদারি চালানো হবে ৷

মহকুমাশাসক শেখ রকিবুর রহমান এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা আজ থেকে দু’ধরনের বালতি বিলি করেছি ৷ আগামী দিনে অন্যান্য ওয়ার্ডেও এই দুই ধরনের বালতি বিলি করা হবে ৷’’

কোচবিহার, 4 জুন : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় কোচবিহার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে নীল ও সবুজ বালতি বিলি করা হল ৷ পৌরসভার উদ্যোগে শুক্রবার বাসিন্দাদের মধ্যে ওই দুই ধরনের বালতি বিতরণ করলেন পৌর প্রশাসক তথা মহকুমাশাসক শেখ রাকিবুর রহমান ৷ পাশাপাশি এদিন তিনি রাজ আমলের ডাংরাই দিঘি ঘুরে দেখলেন ৷ মহকুমাশাসক জানিয়েছেন, শীঘ্রই এই দিঘি পরিষ্কার করা হবে ৷ এরপর তিনি গোটা এলাকা ঘুরে দেখেন ৷

‘রাজার শহর’ কোচবিহার ৷ রাজ আমলের বহু নিদর্শন যেমন এই শহরে রয়েছে, তেমনই রয়েছে নানা সমস্য়া ৷ যার মধ্যে অন্যতম রাস্তার দু’পাশে জমে থাকা ময়লা ও আবর্জনা ৷ যা অবশ্য়াই প্রশাসনের মাথাব্যথার কারণ ৷ তাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় কোচবিহার শহরের প্রায় 20 হাজার বাড়িতে দুই ধরনের বালতি বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ একটি বালতির মধ্যে পচনশীল এবং অপর বালতিতে পচনশীল নয়, এমন আবর্জনা জমিয়ে রাখবেন বাসিন্দারা ৷ পরে সপ্তাহের নির্দিষ্ট দিনে পৌরসভার সাফাইকর্মীরা ওই বালতি থেকে দুই ধরনের আবর্জনা নিয়ে যাবেন ৷

আরও পড়ুন : কোচবিহারে তৈরি হচ্ছে পাকা সেতু, এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী

সংগৃহীত পচনশীল আবর্জনা দিয়ে সার তৈরি করে তা বিক্রি করা হবে ৷ এতে পৌরসভার আয় যেমন বাড়বে, তেমনই শহরও পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে ৷ পাশাপাশি বাসিন্দারা যাতে কোনওভাবেই শহরের রাস্তায় নোংরা, আবর্জনা না ফেলেন, সেই বিষয়েও নজরদারি চালানো হবে ৷

মহকুমাশাসক শেখ রকিবুর রহমান এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা আজ থেকে দু’ধরনের বালতি বিলি করেছি ৷ আগামী দিনে অন্যান্য ওয়ার্ডেও এই দুই ধরনের বালতি বিলি করা হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.