ETV Bharat / state

Tin Bigha Corridor: কোচবিহারের তিনবিঘা করিডর পরিদর্শনে বিএসএফের ডিজি

author img

By

Published : Apr 15, 2023, 7:27 PM IST

পয়লা বৈশাখের দিন কোচবিহারের তিনবিঘা করিডর পরিদর্শনে এলেন বিএসএফের ডিজি এস এল থাউসেন ৷ সৌজন্য সাক্ষাৎ করলেন বিজিবি'র সঙ্গে ৷

BSF DG Sujoy Lal Thaosen
এস এল থাউসেন

কোচবিহার, 15 এপ্রিল: আজ পয়লা বৈশাখ ৷ 1430 বাংলা নববর্ষের প্রথমদিনই, শনিবার কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির তিনবিঘা করিডর পরিদর্শন করলেন বিএসএফের ডিরেক্টর জেনারেল ডা. এসএল থাউসেন । সঙ্গে ছিলেন বিএসএফের উত্তরবঙ্গের আইজি অজয় সিং, জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিগ্রেডিয়ার বিজয় মেহতা-সহ আরও অনেকে । শনিবার সকালে আইজি হেলিকপ্টারে তিনবিঘা সংলগ্ন হেলিপ্যাডে আসেন । সেখান থেকে বিএসএফের গাড়িতে তিনবিঘা করিডরে যান । সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কর্তাদের নববর্ষ উপলক্ষ্যে মিষ্টি দেন । এরপর স্থানীয় বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

সীমান্তের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে বৈঠক হয় এদিন । পাশাপাশি তিনবিঘা সংলগ্ন সীমান্ত পরিদর্শন করেন বিএসএফ কর্তারা । এসএল থাউসেন, ডিরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কে ব্রিগেডিয়ার বিজয় মেহতা, এসএম (অব.) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সেক্টর হেড কোয়ার্টার্স বিএসএফ জলপাইগুড়ি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্ন রকমের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় বিএসএফকে ৷ সেগুলি নিয়ন্ত্রণের পদ্ধতি এবং মোকাবিলার কৌশল সম্পর্কে একটি বিশদ উপস্থাপনা দেন এসএল থাউসেন ।

আরও পড়ুন: সীমান্তে কৃষকের রহস্যমৃত্যু ! পরিবারের নিশানায় বিএসএফ

ডিজি উত্তরবঙ্গ সীমান্তের ঊর্ধ্বতন বিএসএফ অফিসারদের সঙ্গে অপারেশনাল এবং প্রশাসনিক বিষয়ে আলোচনা করেন ৷ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন এসএল থাউসেন । ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনের সময় অপারেশনাল নির্দেশনা জারি করেন তিনি এবং সীমান্তের ওপারে অপরাধী ও দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন । বিএসএফ উত্তরবঙ্গের আইজি অজয় সিং বলেন,"এদিন তিনবিঘা করিডর পরিদর্শনের পরে বিজিবি'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিজি এসএল থাউসেন ৷"

আরও পড়ুন: মাছবোঝাই লরিতে মিলল 2 কোটি 78 লক্ষের সোনা !

কোচবিহার, 15 এপ্রিল: আজ পয়লা বৈশাখ ৷ 1430 বাংলা নববর্ষের প্রথমদিনই, শনিবার কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির তিনবিঘা করিডর পরিদর্শন করলেন বিএসএফের ডিরেক্টর জেনারেল ডা. এসএল থাউসেন । সঙ্গে ছিলেন বিএসএফের উত্তরবঙ্গের আইজি অজয় সিং, জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিগ্রেডিয়ার বিজয় মেহতা-সহ আরও অনেকে । শনিবার সকালে আইজি হেলিকপ্টারে তিনবিঘা সংলগ্ন হেলিপ্যাডে আসেন । সেখান থেকে বিএসএফের গাড়িতে তিনবিঘা করিডরে যান । সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কর্তাদের নববর্ষ উপলক্ষ্যে মিষ্টি দেন । এরপর স্থানীয় বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

সীমান্তের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে বৈঠক হয় এদিন । পাশাপাশি তিনবিঘা সংলগ্ন সীমান্ত পরিদর্শন করেন বিএসএফ কর্তারা । এসএল থাউসেন, ডিরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কে ব্রিগেডিয়ার বিজয় মেহতা, এসএম (অব.) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সেক্টর হেড কোয়ার্টার্স বিএসএফ জলপাইগুড়ি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্ন রকমের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় বিএসএফকে ৷ সেগুলি নিয়ন্ত্রণের পদ্ধতি এবং মোকাবিলার কৌশল সম্পর্কে একটি বিশদ উপস্থাপনা দেন এসএল থাউসেন ।

আরও পড়ুন: সীমান্তে কৃষকের রহস্যমৃত্যু ! পরিবারের নিশানায় বিএসএফ

ডিজি উত্তরবঙ্গ সীমান্তের ঊর্ধ্বতন বিএসএফ অফিসারদের সঙ্গে অপারেশনাল এবং প্রশাসনিক বিষয়ে আলোচনা করেন ৷ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন এসএল থাউসেন । ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনের সময় অপারেশনাল নির্দেশনা জারি করেন তিনি এবং সীমান্তের ওপারে অপরাধী ও দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন । বিএসএফ উত্তরবঙ্গের আইজি অজয় সিং বলেন,"এদিন তিনবিঘা করিডর পরিদর্শনের পরে বিজিবি'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিজি এসএল থাউসেন ৷"

আরও পড়ুন: মাছবোঝাই লরিতে মিলল 2 কোটি 78 লক্ষের সোনা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.