ETV Bharat / state

কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধরে অভিযুক্ত দেওর ও ভাসুর - কোচবিহারের সাম্প্রতিক খবর

ঘটনার সূত্রপাত জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে । আঘাত করা হয় মহিলার গোপনাঙ্গে ৷ মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে দেওর ও ভাসুরের বিরুদ্ধে ৷ দেওয়া হয় প্রাণনাশের হুমকিও ৷ ঘটনাস্থান কোচবিহারের মেখলিগঞ্জ ব্লক ৷ মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই মহিলা ।

কোচবিহারে নির্যাতিত মহিলা, অভিযোগ দেওর ও ভাসুরের বিরুদ্ধে
author img

By

Published : Nov 7, 2019, 9:26 AM IST

কোচবিহার, 7 নভেম্বর : জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে বচসা ৷ সেইসময় আঘাত করা হয় মহিলার গোপনাঙ্গে ৷ মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে দেওর ও ভাসুরের বিরুদ্ধে ৷ ঘটনাস্থান কোচবিহারের মেখলিগঞ্জ ব্লক । ঘটনার পর পরই আক্রান্ত ওই মহিলাকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয় ৷ মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই মহিলা ।

ঘটনার সূত্রপাত কৃষি জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে । অভিযোগ,ওই মহিলার স্বামীর ছোটো ভাই জমির আলের মাঝখান দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করেন ৷ তাঁকে বাধা দিতে গেলে মহিলার উপর চড়াও হন অভিযুক্ত দেওর ও ভাসুর । আঘাত করা হয় গোপনাঙ্গে ৷ বিবস্ত্র করে মারধর করা হয় বলেও অভিযোগ আক্রান্ত ওই মহিলার ৷ প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় ৷

নির্যাতিতা ওই মহিলার স্বামী তাঁকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামী ৷

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা ৷ এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন তাঁরা ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷

কোচবিহার, 7 নভেম্বর : জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে বচসা ৷ সেইসময় আঘাত করা হয় মহিলার গোপনাঙ্গে ৷ মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে দেওর ও ভাসুরের বিরুদ্ধে ৷ ঘটনাস্থান কোচবিহারের মেখলিগঞ্জ ব্লক । ঘটনার পর পরই আক্রান্ত ওই মহিলাকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয় ৷ মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই মহিলা ।

ঘটনার সূত্রপাত কৃষি জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে । অভিযোগ,ওই মহিলার স্বামীর ছোটো ভাই জমির আলের মাঝখান দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করেন ৷ তাঁকে বাধা দিতে গেলে মহিলার উপর চড়াও হন অভিযুক্ত দেওর ও ভাসুর । আঘাত করা হয় গোপনাঙ্গে ৷ বিবস্ত্র করে মারধর করা হয় বলেও অভিযোগ আক্রান্ত ওই মহিলার ৷ প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় ৷

নির্যাতিতা ওই মহিলার স্বামী তাঁকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ অভিযুক্তদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামী ৷

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা ৷ এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন তাঁরা ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷

Intro:জমির বিবাদের জেরে গৃহবধুকে গোপনাঙ্গে আঘাত ,শাড়ী খুলে উলঙ্গ করে মারধরের অভিযোগ দেওয়র ও ভাসুরের বিরুদ্ধে৷


কোচবিহার :০৬ নভেম্বর :

জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধুর গোপনাঙ্গে আঘাত ,শাড়ী খুলে উলঙ্গ করে মারধরের অভিযোগ দেওয়র ও ভাসুরের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে, কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ভোটকুড়া এলাকায়।


ঘটনার পর পরই আক্রান্ত ওই মহিলা জামালদহ প্রাথমিক হাসপাতালে ভর্তি হন ৷এরপর ,মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


ঘটনার সূত্রপাত কৃষি জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে। অভিযোগ,ওই গৃহবধূর স্বামি ছোটো ভাই জমির আলের মাঝখান দিয়ে বেড়া দিতে গেলে তাতে বাঁধা দেয় ওই গৃহবধু । এরপরই বেজায় ক্ষেপে যান দেওবর । ছোট ভাই ডেকে আনেন বড় ভাইকে। তারপরই তাঁরা দুই ভাই মিলে আক্রমন করেন মেঝো ভাই এর স্ত্রীকে বলে অভিযোগ।

এদিন মেজো ভাইয়ের স্ত্রী দয়ামনী রায় ডাকুয়া(গৃহবধু ) অভিযোগ করে বলেন, "আমাদের জমির বেড়ায় সীমানা দিতে গেলে বাঁধা দেই আমি। আর তারপরেই আমার উপর চরাও হয় আমার উপর।এর পর দুজনে মিলে ঐ পাশবিক অত্যাচার করে ৷অভিযোগ ,সেই সময় দেওবর ও ভাশুর মিলে ওই গৃহবধূর গোপনাঙ্গে আঘাত করে এবং শাড়ী খুলে দেয় ৷ এরপর ,প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ৷

একই সাথে ওই গৃহবধূর স্বামীর অভিযোগ, ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যাই আমি। এরপর আমি আমার স্ত্রীকে নিয়ে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি, সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এরপরই তাঁর স্বামী এবং ওই মহিলা মিলে অভিযুক্তদের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে , এই অভিযোগকে সম্পূর্ন ভিত্তিহীন ও উদ্দ্যেশ্য প্রনোদিত বলে উড়িয়ে দিয়েছেন বড়ভাই তথা তৃনমূল নেতা (প্রাক্তন উপপ্রধান) রথীন রায় ডাকুয়া। ওই ঘটনা অস্বীকার করে তিনি বলেন, আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এর সাথে আমার কোনও যোগ নেই।

মেখলিগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে "অভিযোগ পেয়ে তদন্ত করা হচ্ছে "৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.