কোচবিহার, 2 ডিসেম্বর : তৃণমূলের সভা চলাকালীন সভার বাইরে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটা আটিয়াবাড়িতে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ৷ স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ( TMC Inner Clash in Dinhata)। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রবল । জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন এবং সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার বিরোধের জেরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা । আজ বিকেলে সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা আটিয়াবাড়িতে নতুন বাসস্ট্যান্ডে আইএনটিটিইউসি'র (Indian National Trinamool Trade Union Congress) সভা ছিল । গতকাল রাতেই সেই সভামঞ্চ ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয় । যদিও ফের সেখানেই সভামঞ্চ তৈরি করে সভা শুরু হয় ।
সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক জগদীশ বসুনিয়া, আইএনটিটিইউসি কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মন-সহ অন্যান্য নেতৃত্বরা । হঠাৎই সভার বাইরে ব্যাপক বোমাবাজি শুরু হয় । বোমার শব্দে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায় । যদিও বিশাল পুলিশ বাহিনী থাকায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা মোটরবাইক চেপে এসে বোমাবাজি করে পালিয়ে যায় । গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ ৷