ETV Bharat / state

Body of Mother and Daughter Recovered: পুকুর থেকে উদ্ধার মা ও শিশু কন্যার দেহ, আটক 3 - মাথাভাঙা দেহ উদ্ধার

মা ও চার বছরের শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের মাথাভাঙায় ৷ ঘটনায় স্বামী-সহ তিনজনকে আটক করেছে পুলিশ (Two Deadbody Recovered at Mathabhanga) ৷

Deadbody Recovered
পুকুর থেকে মা ও শিশু কন্যার দেহ উদ্ধার
author img

By

Published : Nov 25, 2022, 9:22 AM IST

কোচবিহার, 25 নভেম্বর: বাড়ির পাশের একটি পুকুর থেকে মা ও চার বছরের শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা 2 ব্লকের পূর্ব রুইডাঙা এলাকায় ৷ ঘটনায় পুলিশ স্বামী-সহ তিনজনকে আটক করেছে (Two Deadbody Recovered at Mathabhanga) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে ক্ষিরোদ ও পাশের গ্রামের নীলিমাদেবীর বিয়ে হয় । তাঁদের একটি 6 বছরের ও একটি 4 বছরের কন্যা সন্তান রয়েছে । ক্ষিরোদ পেশায় দিনমজুর । বুধবার রাতে ক্ষিরোদ বাড়ি ফিরে দেখেন স্ত্রী ও চার বছরের মেয়ে প্রতিমা বাড়িতে নেই । অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান মেলেনি । পরেরদিন সকালে গৃহবধূর খুড়তুতো ভাই পুকুরে জল আনতে গিয়ে মৃতদেহ দেখতে পান দেখেন। এরপর গ্রামের মানুষজন ছুটে আসেন । খবর পেয়ে পৌঁছয় ঘোকসাডাঙা থানার পুলিশ । মৃতদেহ দুটি উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

পুকুর থেকে মা ও শিশু কন্যার দেহ উদ্ধার

আরও পড়ুন: দশম শ্রেণির ছাত্রকে যৌন হেনস্থা, সহপাঠীদের বিরুদ্ধে অকথ্য অত্যাচারের অভিযোগ

তবে এটি খুন না আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কথায় অসঙ্গতি থাকায় ঘোকসাডাঙা থানার পুলিশ মৃতার স্বামী-সহ 3 জনকে আটক করে থানায় নিয়ে যায় । অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছে পুলিশ ।

কোচবিহার, 25 নভেম্বর: বাড়ির পাশের একটি পুকুর থেকে মা ও চার বছরের শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা 2 ব্লকের পূর্ব রুইডাঙা এলাকায় ৷ ঘটনায় পুলিশ স্বামী-সহ তিনজনকে আটক করেছে (Two Deadbody Recovered at Mathabhanga) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে ক্ষিরোদ ও পাশের গ্রামের নীলিমাদেবীর বিয়ে হয় । তাঁদের একটি 6 বছরের ও একটি 4 বছরের কন্যা সন্তান রয়েছে । ক্ষিরোদ পেশায় দিনমজুর । বুধবার রাতে ক্ষিরোদ বাড়ি ফিরে দেখেন স্ত্রী ও চার বছরের মেয়ে প্রতিমা বাড়িতে নেই । অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান মেলেনি । পরেরদিন সকালে গৃহবধূর খুড়তুতো ভাই পুকুরে জল আনতে গিয়ে মৃতদেহ দেখতে পান দেখেন। এরপর গ্রামের মানুষজন ছুটে আসেন । খবর পেয়ে পৌঁছয় ঘোকসাডাঙা থানার পুলিশ । মৃতদেহ দুটি উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

পুকুর থেকে মা ও শিশু কন্যার দেহ উদ্ধার

আরও পড়ুন: দশম শ্রেণির ছাত্রকে যৌন হেনস্থা, সহপাঠীদের বিরুদ্ধে অকথ্য অত্যাচারের অভিযোগ

তবে এটি খুন না আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ কথায় অসঙ্গতি থাকায় ঘোকসাডাঙা থানার পুলিশ মৃতার স্বামী-সহ 3 জনকে আটক করে থানায় নিয়ে যায় । অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.