কোচবিহার, 28 অগস্ট: দিনহাটা শহর সংলগ্ন বড়নাচিনা কুটিবাটি এলাকায় সেপটিক ট্যাংকে আটকে পড়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু বড় ভাইয়ের। তাঁকে বাঁচাতে গেলেও শেষরক্ষা হয়নি ৷ মৃত্যু হয়েছে ছোট ভাইয়েরও। সোমবার সকাল এগারোটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ দুই ভাইয়ের মৃত্যুতে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদিকুল হক নামের এক ব্যক্তি নিজের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে গ্যাসের কবলে পড়েন ৷ সাহায্যের জন্য চিৎকার করলে তাঁর দাদা নবীর হক বাঁচানোর জন্য ছুটে যান।
তারপরেই সেই গ্যাসের কবলে পড়ে যান বড় দাদা নবীর হকও। এবং দু'জনেই ঘটনাস্থলে প্রাণ হারান। পরবর্তীতে দমকলের কর্মীরা সেখানে গিয়ে দুই ভাইকে সেখান থেকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতালে ভিড় জমান আত্মীয়-পরিজনরা। মৃত নবীর হকের ছেলে বলেন, "চাচা প্রথমে সেপটিক ট্যাংকে নামেন। তাকে বাঁচাতে গেলে বাবা নামলে দু'জনেই পড়ে যায়। এরপর দমকল গিয়ে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।"
আরও পড়ুন: সোনারপুরে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাংকে যুবতীর বিবস্ত্র দেহ উদ্ধার
মৃতদের এক আত্মীয় জয়নাল আবেদিন বলেন, "অনেকদিন আগের শাটারিং হয়েছিল। সেটা খোলার জন্য প্রথমে ছোটভাই সাদিকুল নামে। ভিতরে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়ে। তার চিৎকারে বড় ভাই নবীর নামলে সেও অসুস্থ হয়ে পড়ে। এরপর তাঁদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর পেয়ে দমকল এসে দুই ভাইকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। কোচবিহার জেলা পুলিশের এক কর্তা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্ক ভেঙে মর্মান্তিক পরিণতি! বিষাক্ত গ্যাসে প্রাণ গেল দুই ভাইয়ের