কোচবিহার, 26 এপ্রিল: ব্লক COVID প্রিপেয়ার্ডনেস ইনডেক্স চালু হল কোচবিহারে । কোরোনা মোকাবিলায় যা যা উদ্যোগ নেওয়া হচ্ছে ব্লক প্রশাসনের তরফে সবকিছু আপলোড করা হবে এর মাধ্যমে । কোন ব্লক ভালো কাজ করছে তার র্যাঙ্ক ও নম্বরের নিরিখে একটি প্রতিযোগিতা হবে । এতে ব্লকগুলি একে অপরের থেকে আরও ভালো কাজ করতে চাইবে বলে প্রশাসনিক কর্তাদের ধারণা ।
কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সন্ধান না মিললেও সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন । গতকাল পর্যন্ত জেলার 155 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । সবকটি নেগেটিভ এসেছে । আজ নতুন করে 47 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি জেলায় কোরোনা সংক্রান্ত যা যা উদ্যোগ নেওয়া হচ্ছে ব্লক COVID প্রিপেয়ার্ডনেস ইনডেক্সে সেসব অন্তর্ভুক্ত করে মূল্যায়ণ করা হবে ।
কোরোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্যে নানান রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে । কোরোনার সংক্রমণ না থাকলেও অনেক জেলাই সুরক্ষার সঙ্গে আপোস করতে নারাজ । নেওয়া হচ্ছে আগাম সুরক্ষা । রাজ্যে প্রথম জেলা হিসেবে কোচবিহারই এমন উদ্যোগ নিল বলে দাবি জেলা প্রশাসনের । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "জেলায় COVID-19-এর সংক্রমণ মোকাবিলায় কোথায় কী কাজ করা হচ্ছে তার সমস্ত তথ্য ইনপুট করা হবে । এতে ব্লকস্তরে আরও ভালো কাজ হবে ।"