কোচবিহার, 21 নভেম্বর : কোচবিহারের চ্যাংরাবান্ধায় বাণিজ্য কেন্দ্রে ট্রাক পার্কিং এবং বাংলাদেশের পণ্যবাহী ট্রাক প্রবেশের অনুমোদনের নাম করে তোলাবাজির অভিযোগ উঠল ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে ৷ অভিযোগ এনেছে মেখলিগঞ্জের তৃণমূল নেতৃত্ব ৷ এই ইশুতে ইতিমধ্যেই সার্ক রোডে ট্রাক পার্কিং আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখায় তৃণমূল কংগ্রেস ৷ বিক্ষোভের জেরে নড়েচড়ে বসে কোচবিহার জেলা প্রশাসন ৷
গতকাল, মেখলিগঞ্জ ব্লক প্রশাসন একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন ৷ দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক হয় । যেখানে মূল বিষয় ছিল তোলাবাজি এবং সিন্ডিকেট সমস্যা ৷ বৈঠকে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লকের প্রশাসনিক কর্তাব্যক্তিরা, পুলিশ আধিকারিক, বাণিজ্যকেন্দ্রের ব্যবসায়ী, অভিযুক্ত ট্রাক মালিক সমিতির সদস্য সহ অনেকেই ৷
![syndicate issue, administration meeting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-cob-01-banijyokendretolabajiosindiket-wb10019_21112019103634_2111f_1574312794_359.jpg)