ETV Bharat / state

BJP starts civic poll campaign at Coochbihar: দিনক্ষণ ঘোষণা হয়নি, কোচবিহারে পৌরভোটের প্রচার শুরু বিজেপির - Coochbihar news

দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ৷ তবে রবিবার থেকেই কোচবিহারে (Coochbihar news) দেওয়াল লিখন দিয়ে পৌরভোটের প্রচার শুরু করে দিল বিজেপি (BJP starts civic poll campaign at Coochbihar)৷

bjp starts campaign for civic polls at coochbihar
দিনক্ষণ ঘোষণা হয়নি, কোচবিহারে পৌরভোটের প্রচার শুরু বিজেপির
author img

By

Published : Jan 2, 2022, 5:14 PM IST

কোচবিহার, 2 জানুয়ারি: পৌরসভা নির্বাচনের (West Bengal civic polls 2022) দিন ঘোষণা না হলেও কোচবিহারে নির্বাচনী প্রচার শুরু করে দিল বিজেপি (BJP starts civic poll campaign at Coochbihar)। কোচবিহার শহরে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে শুরু হল নির্বাচনী প্রচার (civic polls campaign)। রবিবার কোচবিহার শহরের 15 নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেছেন ।

কোচবিহার জেলায় মোট 6টি পৌরসভা রয়েছে । যার মধ্যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার পৌরসভা । গত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনের ভিত্তিতে কোচবিহার পৌরসভার 20টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি । এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক হয়েছেন বিজেপির নিখিলরঞ্জন দে । এই অবস্থায় পৌরসভাকে নিজেদের দখলে রাখার চেষ্টা করছে বিজেপি ।

আরও পড়ুন: Municipal Election 2022 : চন্দননগরে দুই ওয়ার্ডে স্বামী-স্ত্রীকে টিকিট দিল তৃণমূল

তবে গত বিধানসভা নির্বাচনের পর যে সব উপনির্বাচন হয়েছে এবং কলকাতা পৌরনিগম নির্বাচনে পুরোপুরি ভরাডুবি হয়েছে বিজেপির । এই অবস্থায় পৌরসভা নির্বাচনে বিজেপি নিজেদের ভোট কতটা ধরে রাখতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন । কোচবিহার পৌরসভার দেওয়াল লিখনের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ‘‘কোচবিহার পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে ছিল ।’’ শান্তিপূর্ণ নির্বাচন হলে ও মানুষ ভোট দেওয়ার অধিকার পেলে কোচবিহার পৌরসভা বিজেপি দখল করবে বলে আশাবাদী তিনি ।

আরও পড়ুন : SMC Election 2022 : শিলিগুড়িতে নির্দল হয়ে মনোনয়ন তুললেন দুই বিক্ষুব্ধ তৃণমূল নেতা

কোচবিহার, 2 জানুয়ারি: পৌরসভা নির্বাচনের (West Bengal civic polls 2022) দিন ঘোষণা না হলেও কোচবিহারে নির্বাচনী প্রচার শুরু করে দিল বিজেপি (BJP starts civic poll campaign at Coochbihar)। কোচবিহার শহরে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে শুরু হল নির্বাচনী প্রচার (civic polls campaign)। রবিবার কোচবিহার শহরের 15 নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেছেন ।

কোচবিহার জেলায় মোট 6টি পৌরসভা রয়েছে । যার মধ্যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার পৌরসভা । গত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনের ভিত্তিতে কোচবিহার পৌরসভার 20টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি । এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক হয়েছেন বিজেপির নিখিলরঞ্জন দে । এই অবস্থায় পৌরসভাকে নিজেদের দখলে রাখার চেষ্টা করছে বিজেপি ।

আরও পড়ুন: Municipal Election 2022 : চন্দননগরে দুই ওয়ার্ডে স্বামী-স্ত্রীকে টিকিট দিল তৃণমূল

তবে গত বিধানসভা নির্বাচনের পর যে সব উপনির্বাচন হয়েছে এবং কলকাতা পৌরনিগম নির্বাচনে পুরোপুরি ভরাডুবি হয়েছে বিজেপির । এই অবস্থায় পৌরসভা নির্বাচনে বিজেপি নিজেদের ভোট কতটা ধরে রাখতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন । কোচবিহার পৌরসভার দেওয়াল লিখনের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ‘‘কোচবিহার পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে ছিল ।’’ শান্তিপূর্ণ নির্বাচন হলে ও মানুষ ভোট দেওয়ার অধিকার পেলে কোচবিহার পৌরসভা বিজেপি দখল করবে বলে আশাবাদী তিনি ।

আরও পড়ুন : SMC Election 2022 : শিলিগুড়িতে নির্দল হয়ে মনোনয়ন তুললেন দুই বিক্ষুব্ধ তৃণমূল নেতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.