ETV Bharat / state

কোচবিহারে BJP অফিসে ভাঙচুর, কর্মীদের মারধর - Bjp attack

লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । গতকাল রাত এগারোটা নাগাদ একটি গাড়িতে চেপে কয়েকজন ব্যক্তি বলরামপুর এলাকায় নামে । স্থানীয় BJP কর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে মারধর করা হয় ৷ শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ । এরপর BJP পার্টি অফিসের সামনে বোমাবাজি করে পার্টি অফিস ভাঙচুর করে দুষ্কৃতীরা পালিয়ে যায় ।

ছবি
author img

By

Published : Oct 13, 2019, 3:34 PM IST

কোচবিহার, 13 অক্টোবর : BJP পার্টি অফিসে হামলা চালিয়ে কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কোচবিহারের বলরামপুরের ঘটনা । ঘটনায় আহত হয়ে দুই BJP কর্মী কোচবিহার মেডিকেলে ভরতি । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে জেলার বিভিন্ন প্রান্তে । মাঝখানে দুর্গাপূজার কারণে কিছুদিন অশান্তি বন্ধ থাকলেও পুজো শেষ হতেই আবার নতুন করে অশান্তি শুরু হয় । গত দু'দিন ধরে বলরামপুরে এলাকা দখলকে কেন্দ্র করে রাতের বেলায় বোমাবাজির ঘটনা ঘটছিল । এরপর গতকাল রাত এগারোটা নাগাদ একটি গাড়িতে চেপে কয়েকজন ব্যক্তি বলরামপুর এলাকায় নামে । স্থানীয় BJP কর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে মারধর করা হয় ৷ শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ । এরপর BJP পার্টি অফিসের সামনে বোমাবাজি করে পার্টি অফিস ভাঙচুর করে দুষ্কৃতীরা পালিয়ে যায় ।

এরপর আহতদের উদ্ধার করে কোচবিহার মেডিকেলে নিয়ে যাওয়া হয় । ঘটনার খবর জানাজানি হতেই আজ সকাল থেকে বলরামপুর বাজার এলাকায় বনধের ডাক দেয় BJP । পথ অবরোধ শুরু করে । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । BJP-র কোচবিহার জেলা সহসভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলার ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদুল জলিল আহমেদ বলেন, অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

কোচবিহার, 13 অক্টোবর : BJP পার্টি অফিসে হামলা চালিয়ে কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কোচবিহারের বলরামপুরের ঘটনা । ঘটনায় আহত হয়ে দুই BJP কর্মী কোচবিহার মেডিকেলে ভরতি । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে জেলার বিভিন্ন প্রান্তে । মাঝখানে দুর্গাপূজার কারণে কিছুদিন অশান্তি বন্ধ থাকলেও পুজো শেষ হতেই আবার নতুন করে অশান্তি শুরু হয় । গত দু'দিন ধরে বলরামপুরে এলাকা দখলকে কেন্দ্র করে রাতের বেলায় বোমাবাজির ঘটনা ঘটছিল । এরপর গতকাল রাত এগারোটা নাগাদ একটি গাড়িতে চেপে কয়েকজন ব্যক্তি বলরামপুর এলাকায় নামে । স্থানীয় BJP কর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে মারধর করা হয় ৷ শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ । এরপর BJP পার্টি অফিসের সামনে বোমাবাজি করে পার্টি অফিস ভাঙচুর করে দুষ্কৃতীরা পালিয়ে যায় ।

এরপর আহতদের উদ্ধার করে কোচবিহার মেডিকেলে নিয়ে যাওয়া হয় । ঘটনার খবর জানাজানি হতেই আজ সকাল থেকে বলরামপুর বাজার এলাকায় বনধের ডাক দেয় BJP । পথ অবরোধ শুরু করে । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । BJP-র কোচবিহার জেলা সহসভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলার ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদুল জলিল আহমেদ বলেন, অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

Intro:কোচবিহার: বিজেপি পার্টি অফিসে হামলা চালিয়ে বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ উঠল তৃনমুল এর বিরুদ্ধে। শনিবার রাতে কোচবিহার এর বলরামপুরে এই ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়ে দুই বিজেপি কর্মী কোচবিহার মেডিকেলে ভরতি। ঘটনায় বিজেপি তৃনমূল এর বিরুদ্ধে অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার তৃনমুল এর।
জানা গিয়েছে, গত লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে জেলার বিভিন্ন প্রান্তে। মাঝখানে দুর্গাপুজার কারণে কিছুদিন অশান্তি বন্ধ থাকলেও পূজো শেষ হতেই আবার নতুন করে অশান্তি শুরু হয়। গত দু'দিন ধরে বলরামপুর এলাকায় এলাকা দখলকে কেন্দ্র করে রাতের বেলায় বোমাবাজির ঘটনা ঘটছিল। এরপর গতকাল শনিবার রাতে এগারোটা নাগাদ একটি গাড়িতে চেপে কয়েকজন ব্যক্তি বলরামপুর এলাকায় নামে। স্থানীয় বিজেপি কর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে তাদের মারধর করা হয় এবং শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। এরপর বিজেপি পার্টি অফিসের সামনে বোমাবাজি করে বিজেপি পার্টি অফিস ভাঙচুর করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে কোচবিহার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতেই রবিবার সকাল থেকে বলরামপুর বাজার এলাকায় বন্ধের ডাক দেয় বিজেপি। এবং পথ অবরোধ শুরু করে। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মন বলেন, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা হামলার ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের কর্মদক্ষ আব্দুল জলিল আহমেদ বলেন, অভিযোগ ভিত্তিহীন। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।।।। Body:wb_crb_01_bjp clash_vis_02_7205341Conclusion:wb_crb_01_bjp clash_vis_02_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.