কোচবিহার, 17 মার্চ: কালীঘাটে তৃণমূলের বৈঠককে কটাক্ষ করে বিস্ফোরক দাবি করলেন কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী (BJP MLA Mocks TMC Meeting)। শুক্রবার তিনি বলেন, যেভাবে দুর্নীতি প্রকাশ্যে আসছে তাতে তৃণমূলে অনেক শুভবুদ্ধি সম্পন্ন বিধায়ক ও মানুষ রয়েছেন, তাঁরা তৃণমূলে আর থাকতে চাইছেন না । তাঁরা তৃণমূল ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন । তাই তাঁরা যাতে না বেরোতে পারেন, সে জন্য কালীঘাটে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনকী বাংলায় মহারাষ্ট্রের মতো ঘটনা ঘটলেও অবাক হবেন না বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক (Mihir Goswami)।
তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ছিলেন মিহির গোস্বামী । মমতার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল । 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জিতে বিধায়ক হন তিনি । পরবর্তীতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান হন । এ ছাড়া কোচবিহার এমজেএন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও ছিলেন তিনি ।
কিন্তু 2020 সালের ডিসেম্বর মাসে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন মিহির গোস্বামী । পরবর্তীতে কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রাক্তন সতীর্থ রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে ভোটে দাঁড়ান এবং জয়ী হন । তারপর থেকে বিভিন্ন সময়ে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় সরব হন মিহির গোস্বামী । এ বার তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলকে একহাত নিলেন ৷
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে কর্মীদের চাঙ্গা করতে বঙ্গজুড়ে 60 সভা অভিষেকের
সম্প্রতি রাজ্যে নিয়োগ দুর্নীতি ইস্যুতে যে ভাবে শাসকদলের নেতা-মন্ত্রীদের নাম উঠে আসছে তাতে তৃণমূল সরকার কোনঠাসা । এই পরিস্থিতি মোকাবিলার জন্যই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছে বলে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক ।
নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী বলেন, যেভাবে দুর্নীতি বেরোচ্ছে তাতে তৃণমূলে অনেক শুভবুদ্ধি সম্পন্ন বিধায়ক ও মানুষ রয়েছেন যাঁরা তৃণমূলে থাকতে চাইছেন না । তাঁরা তৃণমূল ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন । তাই তাঁরা যাতে দল থেকে না বেরোন, সেজন্য কালীঘাটে রুদ্ধদ্বার বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলায় মহারাষ্ট্রের মতো ঘটনাও ঘটলে অবাক হবেন না বলে মত বিজেপি বিধায়কের ।