ETV Bharat / state

BJP Leaders At Ananta Roy's House : গ্রেটার মহারাজ অনন্ত রায়ের বাড়িতে বিজেপি নেতৃত্ব, শাহী-সভায় আমন্ত্রণ ?

বৃহস্পতিবার রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওইদিন শিলিগুড়িতে সভা রয়েছে তাঁর ৷ শাহের এই সফরের আগে গ্রেটার কোচবিহারের মহারাজ অনন্ত রায়ের বাড়িতে দেখা গেল জেলা বিজেপি নেতৃত্বকে (BJP Leaders Meet With Ananta Roy Ahead of Amit Shah's State Visit) ৷ অনন্ত রায়কে কি আমন্ত্রণ জানাতে এসেছিলেন ? এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা ৷

BJP Leaders Meet With Ananta Roy Ahead of Amit Shah's State Visit
BJP Leaders Meet With Ananta Roy Ahead of Amit Shah's State Visit
author img

By

Published : May 4, 2022, 10:15 AM IST

Updated : May 4, 2022, 10:47 AM IST

কোচবিহার, 4 মে : শিলিগুড়ির শাহী-সভায় আমন্ত্রণ জানাতেই কি গ্রেটার মহারাজ অনন্ত রায়ের বাড়িতে মঙ্গলবার রাতে হাজির হলেন জেলা বিজেপির নেতারা ? এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু না বলতে চায়নি গেরুয়া শিবির ৷ তবে মনে করা হচ্ছে, 5 মে অমিত শাহ (Amit Shah)-এর শিলিগুড়ির সভায় আমন্ত্রণ জানাতেই বিজেপি নেতারা হাজির হয়েছিলেন গ্রেটার কোচবিহার পিপল্‌স অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের বাড়িতে (BJP Leaders Meet With Ananta Roy Ahead of Amit Shah's State Visit) ৷ তবে, বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায়ের দাবি, সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন ৷

বিজেপির সঙ্গে গ্রেটার মহারাজ অনন্ত রায় (Ananta Roy)-এর সুসম্পর্ক দীর্ঘদিনের । এর আগেও বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনন্ত মহারাজের অসমের বঙ্গাইগাঁও-এর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছিলেন ৷ কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাতেও হাজির ছিলেন গ্রেটার সুপ্রিমো ৷ ফলস্বরূপ গ্রেটারের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে গিয়েছিল ৷ আর এটা বুঝতে পেরেই অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ শুরু করে তৃণমূল ৷

আরও পড়ুন : Amit Shah's Bengal Visit : শেষ মুহূর্তে শাহী সফরসূচিতে পরিবর্তন, বুধবারের বদলে বৃহস্পতিবার বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমনকি কিছুদিন আগে অনন্ত মহারাজের উদ্যোগে চিলা রায়ের জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনন্ত মহারাজকে নিয়ে তৃণমূল ও বিজেপির এই টানাপোড়েনের মধ্যেই, আগামী 5 মে শিলিগুড়িতে অমিত শাহের সভা রয়েছে ৷ সেই সভায় গ্রেটার মহারাজ অনন্ত রায়কে আমন্ত্রণ জানানো নিয়ে বিজেপির অন্দরে প্রথম দিকে মতবিরোধ ছিল বলে সূত্রের খবর ৷ পরে ঠিক হয়, অমিত শাহের সভায় অনন্ত মহারাজকে আমন্ত্রণ জানানো হবে ৷

তার পরেই এ দিন রাতে বিজেপি বিধায়ক তথা বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায় এবং তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা হাজির হন অনন্ত মহারাজের বাড়িতে ৷ সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তাঁরা ৷ গ্রেটার সুপ্রিমো অনন্ত রায় জানিয়েছেন, অমিত শাহ ডাকলে তিনি অবশ্যই যাবেন ৷

কোচবিহার, 4 মে : শিলিগুড়ির শাহী-সভায় আমন্ত্রণ জানাতেই কি গ্রেটার মহারাজ অনন্ত রায়ের বাড়িতে মঙ্গলবার রাতে হাজির হলেন জেলা বিজেপির নেতারা ? এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু না বলতে চায়নি গেরুয়া শিবির ৷ তবে মনে করা হচ্ছে, 5 মে অমিত শাহ (Amit Shah)-এর শিলিগুড়ির সভায় আমন্ত্রণ জানাতেই বিজেপি নেতারা হাজির হয়েছিলেন গ্রেটার কোচবিহার পিপল্‌স অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের বাড়িতে (BJP Leaders Meet With Ananta Roy Ahead of Amit Shah's State Visit) ৷ তবে, বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায়ের দাবি, সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন ৷

বিজেপির সঙ্গে গ্রেটার মহারাজ অনন্ত রায় (Ananta Roy)-এর সুসম্পর্ক দীর্ঘদিনের । এর আগেও বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনন্ত মহারাজের অসমের বঙ্গাইগাঁও-এর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছিলেন ৷ কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাতেও হাজির ছিলেন গ্রেটার সুপ্রিমো ৷ ফলস্বরূপ গ্রেটারের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে গিয়েছিল ৷ আর এটা বুঝতে পেরেই অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ শুরু করে তৃণমূল ৷

আরও পড়ুন : Amit Shah's Bengal Visit : শেষ মুহূর্তে শাহী সফরসূচিতে পরিবর্তন, বুধবারের বদলে বৃহস্পতিবার বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমনকি কিছুদিন আগে অনন্ত মহারাজের উদ্যোগে চিলা রায়ের জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনন্ত মহারাজকে নিয়ে তৃণমূল ও বিজেপির এই টানাপোড়েনের মধ্যেই, আগামী 5 মে শিলিগুড়িতে অমিত শাহের সভা রয়েছে ৷ সেই সভায় গ্রেটার মহারাজ অনন্ত রায়কে আমন্ত্রণ জানানো নিয়ে বিজেপির অন্দরে প্রথম দিকে মতবিরোধ ছিল বলে সূত্রের খবর ৷ পরে ঠিক হয়, অমিত শাহের সভায় অনন্ত মহারাজকে আমন্ত্রণ জানানো হবে ৷

তার পরেই এ দিন রাতে বিজেপি বিধায়ক তথা বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায় এবং তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা হাজির হন অনন্ত মহারাজের বাড়িতে ৷ সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তাঁরা ৷ গ্রেটার সুপ্রিমো অনন্ত রায় জানিয়েছেন, অমিত শাহ ডাকলে তিনি অবশ্যই যাবেন ৷

Last Updated : May 4, 2022, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.