ETV Bharat / state

Dilip Ghosh Controversy: বুদ্ধিজীবীদের সঙ্গে তৃতীয় লিঙ্গের তুলনা, দিলীপের সমালোচনায় পদ্মের ‘বৃহন্নলা’ নেত্রী পিঙ্কি - Pinki Barman criticizes Dilip Ghosh

বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্যে দলের মধ্যেই বিতর্ক তৈরি হল ৷ তিনি বুদ্ধিজীবীদের তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে তুলনা করেছিলেন ৷ এর প্রতিবাদ করলেন বৃহন্নলা নেত্রী তথা বিজেপির সক্রিয় কর্মী পিঙ্কি বর্মন ৷

ETV Bharat
বৃহন্নলা নেত্রী পিঙ্কি বর্মন ও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 22, 2023, 12:43 PM IST

মাথাভাঙা, 22 অগস্ট : দলের মধ্যেই সমালোচনার মুখে পড়লেন দিলীপ ঘোষ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুতে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ তিনি বুদ্ধিজীবীদের সঙ্গে তৃতীয় লিঙ্গের তুলনা টেনেছেন ৷ প্রাক্তন বিজেপি সহ-সভাপতির এই কথাকে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিলেন বৃহন্নলা নেত্রী পিঙ্কি বর্মন ৷ তিনি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের বিজেপি প্রার্থী হয়েছিলেন ৷ তবে পরাজিত হন ৷

গত রবিবার উত্তর 24 পরগনার ভাটপাড়ায় কাকিনাড়ায় একটি জনসভা ছিল দিলীপ ঘোষের ৷ সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় বুদ্ধিজীবীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি কটাক্ষ করে জানান, বুদ্ধিজীবীরা বৃহন্নলাদের মতো আচরণ করছেন ৷ এদিন দিলীপ আরও জানান, যে বুদ্ধিজীবীরা বাইরে থেকে বলেন এমন হওয়া উচিত নয় ৷ দম থাকলে যাদবপুরে যারা এ কাজ করেছে, তাদের তুলে নিয়ে আসুন ৷ তাহলেই মৃত ছাত্রের বাবা-মায়ের বুকের আগুন নিভবে ৷

আরও পড়ুন: উপার্জনের টাকা দিয়ে ভোটে লড়াই, হেরে গিয়ে মনোবল হারাচ্ছেন না বিজেপির বৃহন্নলা প্রার্থী

দিলীপ ঘোষের এই মন্তব্যকে বেদনাদায়ক বলে উল্লেখ করেন কোচবিহারেরই বৈরাগীহাটের বাসিন্দা বিজেপি নেত্রী পিংকি বর্মন ৷ তিনি কোচবিহারে বৃহন্নলাদের সংগঠনের নেত্রীও ৷ 'জীবন, গাড়ি, ফেরিওলা' নামে তাঁদের একটি সংগঠন রয়েছে ৷ দীর্ঘদিন ধরেই তিনি বৃহন্নলাদের জন্য সামাজিক কাজকর্ম করে আসছেন ৷ এই জন্য বিজেপি তাঁকে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ প্রার্থী করেছিল ৷

বৃহন্নলা নেত্রী পিঙ্কি বর্মনের কথায়, "সব জায়গায় হিজড়াদের নিয়ে টানাটানি করা দুঃখের বিষয় ৷ আমি নিজে তৃতীয় লিঙ্গের মানুষ ৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের বিজেপির প্রার্থী হয়ে লড়াই করেছি ৷ মানুষ আমাকে বিপুল ভোট দিয়েছে ৷ কিন্তু দলের নেতৃত্বের এই মন্তব্য ! এটা খুবই দুঃখজনক ৷"

আরও পড়ুন: ফের বেলাগাম দিলীপ, যাদবপুরকাণ্ডে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বুদ্ধিজীবীদের

আক্ষেপের সুরে পিঙ্কি আরও বলেন, "আজ আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচার লড়াই করছি ৷ বুদ্ধিজীবী এবং শিক্ষিত সমাজকে আমাদের সঙ্গে তুলনা করাটা কখনও কাম্য নয় ৷ এটা ঠিক নয় ৷ আজ আমরা সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করি, মেলামেশা করি ৷ অন্যদের মতো স্বীকৃতি চাই ৷" তাঁর ক্ষোভ, বিজেপির মতো একটি সর্বভারতীয় দল তাঁকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী করেছিল ৷ তারপর দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত বেদনার ৷

মাথাভাঙা, 22 অগস্ট : দলের মধ্যেই সমালোচনার মুখে পড়লেন দিলীপ ঘোষ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুতে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ তিনি বুদ্ধিজীবীদের সঙ্গে তৃতীয় লিঙ্গের তুলনা টেনেছেন ৷ প্রাক্তন বিজেপি সহ-সভাপতির এই কথাকে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক বলে প্রতিক্রিয়া দিলেন বৃহন্নলা নেত্রী পিঙ্কি বর্মন ৷ তিনি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের বিজেপি প্রার্থী হয়েছিলেন ৷ তবে পরাজিত হন ৷

গত রবিবার উত্তর 24 পরগনার ভাটপাড়ায় কাকিনাড়ায় একটি জনসভা ছিল দিলীপ ঘোষের ৷ সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় বুদ্ধিজীবীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি কটাক্ষ করে জানান, বুদ্ধিজীবীরা বৃহন্নলাদের মতো আচরণ করছেন ৷ এদিন দিলীপ আরও জানান, যে বুদ্ধিজীবীরা বাইরে থেকে বলেন এমন হওয়া উচিত নয় ৷ দম থাকলে যাদবপুরে যারা এ কাজ করেছে, তাদের তুলে নিয়ে আসুন ৷ তাহলেই মৃত ছাত্রের বাবা-মায়ের বুকের আগুন নিভবে ৷

আরও পড়ুন: উপার্জনের টাকা দিয়ে ভোটে লড়াই, হেরে গিয়ে মনোবল হারাচ্ছেন না বিজেপির বৃহন্নলা প্রার্থী

দিলীপ ঘোষের এই মন্তব্যকে বেদনাদায়ক বলে উল্লেখ করেন কোচবিহারেরই বৈরাগীহাটের বাসিন্দা বিজেপি নেত্রী পিংকি বর্মন ৷ তিনি কোচবিহারে বৃহন্নলাদের সংগঠনের নেত্রীও ৷ 'জীবন, গাড়ি, ফেরিওলা' নামে তাঁদের একটি সংগঠন রয়েছে ৷ দীর্ঘদিন ধরেই তিনি বৃহন্নলাদের জন্য সামাজিক কাজকর্ম করে আসছেন ৷ এই জন্য বিজেপি তাঁকে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ প্রার্থী করেছিল ৷

বৃহন্নলা নেত্রী পিঙ্কি বর্মনের কথায়, "সব জায়গায় হিজড়াদের নিয়ে টানাটানি করা দুঃখের বিষয় ৷ আমি নিজে তৃতীয় লিঙ্গের মানুষ ৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের বিজেপির প্রার্থী হয়ে লড়াই করেছি ৷ মানুষ আমাকে বিপুল ভোট দিয়েছে ৷ কিন্তু দলের নেতৃত্বের এই মন্তব্য ! এটা খুবই দুঃখজনক ৷"

আরও পড়ুন: ফের বেলাগাম দিলীপ, যাদবপুরকাণ্ডে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বুদ্ধিজীবীদের

আক্ষেপের সুরে পিঙ্কি আরও বলেন, "আজ আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচার লড়াই করছি ৷ বুদ্ধিজীবী এবং শিক্ষিত সমাজকে আমাদের সঙ্গে তুলনা করাটা কখনও কাম্য নয় ৷ এটা ঠিক নয় ৷ আজ আমরা সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করি, মেলামেশা করি ৷ অন্যদের মতো স্বীকৃতি চাই ৷" তাঁর ক্ষোভ, বিজেপির মতো একটি সর্বভারতীয় দল তাঁকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী করেছিল ৷ তারপর দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত বেদনার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.