শীতলকুচি, 10 এপ্রিল : চতুর্থ দফার ভোটগ্রহণের শুরুতেই রক্তাক্ত কোচবিহারের শীতলকুচি ৷ বিজেপি কর্মীদের উপর হামলায় জখম কমপক্ষে 3 জন ৷
শীতলকুচি বিধানসভার 265 নম্বর বুথে পাগলাপীর এলাকার ঘটনা ৷ বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা ৷ যার জেরে আহত হন প্রায় 3 জন বিজেপি কর্মী ৷ প্রায় এক ঘণ্টা ধরে আহত অবস্থায় পড়েছিলেন এক বিজেপি কর্মী ৷ পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷
রামকৃষ্ণ বর্মণ নামে এক বিজেপি সমর্থক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিয়েছেন, " আমাদের এক কর্মী আহত অবস্থায় ঘণ্টাখানেক পড়ে ৷ পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ "
আরও পড়ুন : কোচবিহারে দলীয় এজ়েন্টদের বুথে ঢুকতে বাধা, কমিশনে নালিশ তৃণমূলের