রায়গঞ্জ, 29 মার্চ : নির্বাচনের প্রাক্কালে জেলার অপরাধমূলক কাজ আটকাতে সতর্ক পুলিশ ৷ কড়া নিরাপত্তার পাশাপাশি নাকা চেকিং শুরু হয়েছে বিভিন্ন এলাকায় ৷ গতরাত থেকে শুরু হওয়া নাকা চেকিং প্রতিরাতেই চলবে ৷ রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ, করণদিঘি ও হেমতাবাদ থানার পুলিশ বাহিনী নাকা চেকিং করবে ৷
এদিন রাতে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং করে রায়গঞ্জ থানার পুলিশ ৷ রায়গঞ্জের পাশাপাশি হেমতাবাদ থানা এলাকাতেও পুলিশের নাকা চেকিং চলে ৷ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিংয়ে যানবাহনে তল্লাশি চলছে ৷ সন্দেহজনক কিছু দেখলেই পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে ৷
এপ্রিলের 22 তারিখ উত্তর দিনাজপুরের 9টি বিধানসভায় নির্বাচন ৷ জেলায় যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় তার জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন ৷ উত্তর দিনাজপুরের তিনদিক ঘিরে রয়েছে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত ৷
এছাড়া রায়গঞ্জ, করণদিঘি ও ও ইটাহার বিধানসভা কেন্দ্রে রয়েছে বাংলা-বিহার সীমানা ৷ বহিরাগত দুষ্কৃতীরা যাতে জেলায় প্রবেশ করে শান্তিশৃঙ্খলা নষ্ট না করে তার জন্য তৎপর রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ বাহিনী ৷