কোচবিহার, 24 মার্চ : দিনহাটায় বিজেপি নেতা অমিত সরকারের রহস্যজনক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি উঠল ৷ দাবি করলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক । আজ সকালে দলীয় কর্মীর মৃত্যুর খবর পেয়ে দিনহাটা থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলেন সাংসদ । তিনি বলেন, "দিনহাটার বিধায়ক উদয়ন গুহ চক্রান্ত করে খুনের রাজনীতি করছেন ৷ এই ঘটনার আমরা সিবিআই তদন্ত চাইছি ।"
আজ সকালে দিনহাটা শহর মণ্ডল কার্যালয়ের পিছনে পশু হাসপাতালের ভিতরে অমিত সরকার নামে ওই নেতাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷ খুনের অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা ৷ দলের নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি ৷ স্থানীয় এক নেতার অভিযোগ, "এখানকার বিধায়ক (উদয়ন গুহ) বিজেপিকে ঘরে ঢোকানোর চেষ্টায় নেমেছেন ৷ পরিকল্পনা করে এই খুন করা হয়েছে ৷ বিধায়ক এই পরিকল্পনার অংশ ৷ এতদিন বিজেপি নেতাদের মারধর করা হয়েছে ৷ কাজ না হওয়ায় খুন করিয়ে ভয় দেখালেন ৷"
আরও পড়ুন : দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা
ঘটনায় দিনহাটা শহরে পাঁচমাথা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা । পাশাপাশি এদিন শহরের বিভিন্ন এলাকায় জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ।