কোচবিহার, 27 মার্চ : কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী 6 এপ্রিল নির্বাচনী প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মেখলিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে প্রচার করবেন তিনি ৷ মেখলিগঞ্জ শহরের বোর্ডিং মাঠে সেই জনসভার আয়োজন করা হয়েছে ৷ শনিবার সেই সভাস্থল পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী, মেখলিগঞ্জের ব্লক সভাপতি উদয় রায় ৷
2016 সালের বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্ঘ্য রায় প্রধান বর্তমান তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীকে পরাজিত করেছিলেন ৷ সেই সময় পরেশবাবু ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিলেন । গত লোকসভা নির্বাচনের আগে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন । এর পর 2019 লোকসভায় কোচবিহার কেন্দ্রের প্রার্থী হন পরেশ চন্দ্র অধিকারী ৷ এবার তাঁকে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল ৷ সেই পরেশ চন্দ্র অধিকারীর হয়ে এবার প্রচারে কোচবিহার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 6 এপ্রিল তিনি সেই জনসভা করবেন ৷
আরও পড়ুন : ফুটবল ছুড়ে বিজেপিকে বোল্ড আউট করতে বললেন মমতা
মেখলিগঞ্জের প্রার্থীর হয়ে প্রচারে তৃণমূল সুপ্রিমোর এই জনসভা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কোচবিহার তৃণমূল নেতৃত্ব ৷ এই প্রচারে কী কী উন্নয়নের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রচারে মেখলিগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত জয়ী সেতুকে হাতিয়ার করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ যদিও বিজেপির তরফে বলা হয়, জয়ী সেতু তৈরিতে কেন্দ্র সরকার অধিকাংশ টাকা দিয়েছে ৷ তাদের দাবি তৃণমূল তথা রাজ্যের শাসকদল মানুষকে ভুল বোঝাতে চাইছে ৷ তাদের মতে জয়ী সেতু ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের তহবিলের টাকায় তৈরি করা হয়েছে ৷