দিনহাটা, 2 এপ্রিল : আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ‘‘নির্বাচনের সময় মোদিবাবু বাংলাদেশে গিয়ে বলছে, আমায় ভোট দাও ৷’’
শুক্রবার কোচবিহারের দিনহাটায় নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকেই এই অভিযোগ তোলেন তিনি ৷ ছিটমহলের প্রসঙ্গে কথা বলতে গিয়েই মোদির বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷
পশ্চিমবঙ্গে যেদিন প্রথম দফার নির্বাচন ছিল, তার আগের দিন বাংলাদেশ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলাদেশের স্বাধীনতার সুরর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি ৷ পরের দিন তিনি যান যশোরেশ্বরী কালীমন্দিরে ৷ সেখান থেকে যান ওড়াকান্দির মতুয়া মন্দিরে ৷
বাংলাদেশ সফরে গিয়ে মোদি ভোটের রাজনীতি করছে, এই নিয়ে আগেই অভিযোগ তোলে তৃণমূল ৷ বৃহস্পতিবার জয়নগর ও উলুবেড়িয়ার সভা থেকে তার জবাব দিয়েছিলেন মোদি ৷ শুক্রবার তার পাল্টা দিলেন মমতা ৷
তৃণমূল নেত্রী এদিন দিনহাটার সভা থেকে দাবি করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেই তিনি ছিটমহল সমস্যার সমাধান করেছেন ৷ তখন বিজেপি কোথায় ছিল, সেই প্রশ্নও তুলেছেন মমতা ৷ তার পর মোদির বাংলাদেশ সফর নিয়ে তিনি কটাক্ষ করেন ৷ বলেন, ‘‘নির্বাচনের সময় মোদিবাবু বাংলাদেশে গিয়ে বলছে, আমায় ভোট দাও ৷’’
পাশাপাশি মতুয়াদের জন্য তিনি ও তাঁর সরকার কী কী করেছে, সেটাও বিস্তারিত ভাবে এদিন জানান মমতা ৷ বলেন, ‘‘মতুয়াদের বড়মাকে আমি দেখেছি ৷ আমার টাকায় চিকিৎসা করিয়েছি ৷ মতুয়াদের জন্য অনেক কিছু করে দিয়েছি ৷’’
একই সঙ্গে তিনি কোচবিহারের জন্য কী কী করেছেন, সেই খতিয়ানও তুলে ধরেন ৷ তিনি জানান, রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটালিয়ন করে দেওয়া হয়েছে ৷ জেলার একাধিক মন্দিরের উন্নতি করা হয়েছে ৷
আরও পড়ুন : মোদির কথায় কেন আরেকটা আসনে লড়ব, প্রশ্ন তুললেন মমতা
একই সঙ্গে মমতার দাবি, ‘‘আমি রাজবংশী ভাষা জানি ৷ পড়তে পারি ৷ রাজবংশী ভাষায় কবিতাও লিখেছি ৷’’