ETV Bharat / state

মমতার সঙ্গে দেখা করবে না আনন্দ বর্মনের পরিবার - মমতার সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানালেন আনন্দ বর্মনের পরিবার

চতুর্থ দফা ভোটের দিন মাথাভাঙা উত্তপ্ত হয়ে উঠেছিল বিজেপি কর্মী হিসাবে পরিচিত আনন্দ বর্মনের মৃত্যুকে ঘিরে ৷ তাঁর মৃত্যুকে ঘিরে রাজনীতিতে জল গড়িয়েছে বিস্তর ৷ ঘটনার পরের দিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি মমতা ৷ অবশেষে আজ তাঁর যাওয়ার কথা ঠিক হয় ৷ কিন্তু নেত্রীর সঙ্গে কোনওভাবেই দেখা করবেন না বলে সাফ জানিয়েছেন মৃত আনন্দ বর্মনের পরিবার ৷

জগদীশ বর্মন
জগদীশ বর্মন
author img

By

Published : Apr 14, 2021, 9:38 AM IST

মাথাভাঙা, 14 এপ্রিল : 10 এপ্রিল ৷ চতুর্থ দফায় ভোট চলাকালীন শীতলকুচিতে সিআইএসএফ জওয়ানদের গুলিতে নিহত হয়েছিলেন 4 জন ৷ যার মধ্যে ছিলেন আনন্দ বর্মন ৷ যাঁর মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি ৷ পদ্মশিবির ও ঘাসফুল শিবির দোষারোপ পাল্টা দোষারোপের তিরে বিদ্ধ করেছিল একে অপরকে ৷

ঘটনার পরের দিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু কমিশনের জারি করা নির্বাচনী বিধিনিষেধের জেরে শীতলকুচি যেতে পারেননি তিনি ৷ অবশেষে আজ তাঁর মাথাভাঙায় নির্বাচনী প্রচারে যাওয়ার দিন ঠিক হয় ৷ কিন্তু মমতা গেলেও, তাঁর সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানাল মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মনের পরিবার ৷

তাদের অভিযোগ, তাদের ছেলেকে মেরেছে তৃণমূল কর্মীরা ৷ খুনি কর্মীদের সরকারের সঙ্গে দেখা করার কোনও প্রশ্নই ওঠে না ৷ সাহায্য নেওয়ারও না ৷ মৃত আনন্দ বর্মনের বাবা জগদীশ বর্মন জানিয়েছেন , " যে সরকার আমার ছেলেকে কেড়ে নিল সেই সরকারের কাছ থেকে আমার টাকার কোনও প্রয়োজন নেই ৷ বরং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তি চাই ৷ " ভোটের দিন কয়েক আগে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ তিনি বলেন, " ভোটের দিন কয়েক আগে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছিল তৃণমূল কর্মীরা ৷ তাই আমার বড় ছেলেকে না পেয়ে ছোট ছেলেকে মেরে ফেলেছে হার্মাদরা ৷ "

তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মৃত আনন্দ বর্মনের বাবা জগদীশ বর্মন

এখন দেখার আজ মমতা মাথাভাঙায় মমতা আসার পর আনন্দ বর্মনের পরিবার শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কি না ৷

আরও পড়ুন : আনন্দ বর্মণের মৃত্যুতে নীরব কেন, মমতার বিরুদ্ধে সরব অমিত

মাথাভাঙা, 14 এপ্রিল : 10 এপ্রিল ৷ চতুর্থ দফায় ভোট চলাকালীন শীতলকুচিতে সিআইএসএফ জওয়ানদের গুলিতে নিহত হয়েছিলেন 4 জন ৷ যার মধ্যে ছিলেন আনন্দ বর্মন ৷ যাঁর মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি ৷ পদ্মশিবির ও ঘাসফুল শিবির দোষারোপ পাল্টা দোষারোপের তিরে বিদ্ধ করেছিল একে অপরকে ৷

ঘটনার পরের দিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু কমিশনের জারি করা নির্বাচনী বিধিনিষেধের জেরে শীতলকুচি যেতে পারেননি তিনি ৷ অবশেষে আজ তাঁর মাথাভাঙায় নির্বাচনী প্রচারে যাওয়ার দিন ঠিক হয় ৷ কিন্তু মমতা গেলেও, তাঁর সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানাল মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মনের পরিবার ৷

তাদের অভিযোগ, তাদের ছেলেকে মেরেছে তৃণমূল কর্মীরা ৷ খুনি কর্মীদের সরকারের সঙ্গে দেখা করার কোনও প্রশ্নই ওঠে না ৷ সাহায্য নেওয়ারও না ৷ মৃত আনন্দ বর্মনের বাবা জগদীশ বর্মন জানিয়েছেন , " যে সরকার আমার ছেলেকে কেড়ে নিল সেই সরকারের কাছ থেকে আমার টাকার কোনও প্রয়োজন নেই ৷ বরং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তি চাই ৷ " ভোটের দিন কয়েক আগে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ তিনি বলেন, " ভোটের দিন কয়েক আগে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছিল তৃণমূল কর্মীরা ৷ তাই আমার বড় ছেলেকে না পেয়ে ছোট ছেলেকে মেরে ফেলেছে হার্মাদরা ৷ "

তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মৃত আনন্দ বর্মনের বাবা জগদীশ বর্মন

এখন দেখার আজ মমতা মাথাভাঙায় মমতা আসার পর আনন্দ বর্মনের পরিবার শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কি না ৷

আরও পড়ুন : আনন্দ বর্মণের মৃত্যুতে নীরব কেন, মমতার বিরুদ্ধে সরব অমিত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.