শীতলকুচি, 29 এপ্রিল : চতুর্থ দফায় শীতলকুচির 5/126 নম্বর বুথে সেনাবাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা ৷ তৎক্ষণাৎ ওই বুথে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেয় কমিশন ৷ আজ অষ্টম দফার ভোটে শীতলকুচির ৫/১২৬ নম্বর বুথে চলছে পুনঃনির্বাচন ৷ আর সেখানেই বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মনের দলীয় পতাকা লাগানো গাড়ি বুথের 100 মিটারের মধ্যে ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ।
তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের অভিযোগ, বুথের 100 মিটারের মধ্যে বিজেপির পতাকা লাগান গাড়ি নিয়ে ঢুকে পড়েন প্রার্থী বরেনচন্দ্র বর্মন ৷ তবে সব দেখেও পুলিশ তাদের আটকায়নি ৷ তিনি বলেন, ‘‘পুলিশ কমিশনের দালালি করছে । নির্বাচনের নামে প্রহসন চলছে । "
যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন বলেন, বুথের 100 মিটারের মধ্যে কোনও দলীয় পতাকা লাগান গাড়ি ঢোকেনি ৷ তৃণমূল মিথ্য অভিযোগ এনে উত্তজনা ছড়ানের চেষ্টা করছে ৷
আরও পড়ুন : শীতলকুচির বুথে আজ পুনর্নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল পুলিশ