ETV Bharat / state

বিজেপি প্রার্থীর গাড়ি ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা শীতলকুচিতে - বিজেপি প্রার্থী

শীতলকুচির 5/126 নম্বর বুথের 100 মিটারের মধ্যে বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মনের দলীয় পতাকা লাগানো গাড়ি ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়।

দলীয় পতাকা লাগান বিজেপি প্রার্থীর গাড়ি ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা শীতলকুচিতে
দলীয় পতাকা লাগান বিজেপি প্রার্থীর গাড়ি ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা শীতলকুচিতে
author img

By

Published : Apr 29, 2021, 11:12 AM IST

শীতলকুচি, 29 এপ্রিল : চতুর্থ দফায় শীতলকুচির 5/126 নম্বর বুথে সেনাবাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা ৷ তৎক্ষণাৎ ওই বুথে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেয় কমিশন ৷ আজ অষ্টম দফার ভোটে শীতলকুচির ৫/১২৬ নম্বর বুথে চলছে পুনঃনির্বাচন ৷ আর সেখানেই বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মনের দলীয় পতাকা লাগানো গাড়ি বুথের 100 মিটারের মধ্যে ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ।

তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের অভিযোগ, বুথের 100 মিটারের মধ্যে বিজেপির পতাকা লাগান গাড়ি নিয়ে ঢুকে পড়েন প্রার্থী বরেনচন্দ্র বর্মন ৷ তবে সব দেখেও পুলিশ তাদের আটকায়নি ৷ তিনি বলেন, ‘‘পুলিশ কমিশনের দালালি করছে । নির্বাচনের নামে প্রহসন চলছে । "

দলীয় পতাকা লাগান বিজেপি প্রার্থীর গাড়ি ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা শীতলকুচিতে

যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন বলেন, বুথের 100 মিটারের মধ্যে কোনও দলীয় পতাকা লাগান গাড়ি ঢোকেনি ৷ তৃণমূল মিথ্য অভিযোগ এনে উত্তজনা ছড়ানের চেষ্টা করছে ৷

আরও পড়ুন : শীতলকুচির বুথে আজ পুনর্নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল পুলিশ

শীতলকুচি, 29 এপ্রিল : চতুর্থ দফায় শীতলকুচির 5/126 নম্বর বুথে সেনাবাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা ৷ তৎক্ষণাৎ ওই বুথে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেয় কমিশন ৷ আজ অষ্টম দফার ভোটে শীতলকুচির ৫/১২৬ নম্বর বুথে চলছে পুনঃনির্বাচন ৷ আর সেখানেই বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মনের দলীয় পতাকা লাগানো গাড়ি বুথের 100 মিটারের মধ্যে ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ।

তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের অভিযোগ, বুথের 100 মিটারের মধ্যে বিজেপির পতাকা লাগান গাড়ি নিয়ে ঢুকে পড়েন প্রার্থী বরেনচন্দ্র বর্মন ৷ তবে সব দেখেও পুলিশ তাদের আটকায়নি ৷ তিনি বলেন, ‘‘পুলিশ কমিশনের দালালি করছে । নির্বাচনের নামে প্রহসন চলছে । "

দলীয় পতাকা লাগান বিজেপি প্রার্থীর গাড়ি ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা শীতলকুচিতে

যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন বলেন, বুথের 100 মিটারের মধ্যে কোনও দলীয় পতাকা লাগান গাড়ি ঢোকেনি ৷ তৃণমূল মিথ্য অভিযোগ এনে উত্তজনা ছড়ানের চেষ্টা করছে ৷

আরও পড়ুন : শীতলকুচির বুথে আজ পুনর্নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.