ETV Bharat / state

দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের দাবি তৃণমূলের - BJP

তৃণমূল জেলা নেতৃত্বের অভিযোগ, পুলিশের ভূমিকা নিরাশাজনক ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি যেভাবে তাণ্ডব করেছে, তাতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ ৷

দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের দাবি জেলা তৃণমূলের
দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের দাবি জেলা তৃণমূলের
author img

By

Published : Mar 26, 2021, 4:41 PM IST

কোচবিহার, 26 মার্চ : দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের দাবি জানাল জেলা তৃণমূল নেতৃত্ব ৷ ঘটনার যথাযথ তদন্ত করে দ্রুততার সঙ্গে রিপোর্ট দিক পুলিশ প্রশাসন । দিনহাটার ঘটনার প্রায় 48 ঘণ্টা পর সাংবাদিক বৈঠক করে এমনই বললেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ।

কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ের দিনহাটার বিধানসভা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহকে পাশে বসিয়ে পার্থবাবু বলেন, "বিভিন্ন ক্ষেত্রে পুলিশ তৎপরতা দেখাচ্ছে ঠিকই ৷ কিন্তু, ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিজেপি সাংসদের নেতৃত্বে যেভাবে তাণ্ডব চালানো হল, সেক্ষেত্রে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ এটা ঠিক নয় । আমরা চাই ঘটনার দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক ।"

বুধবার সকালে দিনহাটা শহরের পশু হাসপাতালের বারান্দা থেকে বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । দিনহাটা শহরের বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন তিনি ৷ এরপরেই দলের নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিনহাটা । দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে । স্থানীয় বিজেপি নেতা আনোয়ার হোসেন অভিযোগ করেন, বিধায়ক উদয়ন গুহ বিজেপিকে ঘরে ঢোকানোর চেষ্টায় নেমেছেন ৷ পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷ একই ঘটনায় বুধবার সকালেই দিনহাটা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন সাংসদ নিশীথ প্রামাণিক । তিনিও দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ তোলেন ৷ বলেন, বিধায়ক খুনের রাজনীতি করছেন ৷ সিবিআই তদন্তেরও দাবি তোলেন নিশীথ ৷

দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের দাবি জেলা তৃণমূলের

আরও পড়ুন, আমার পায়ে পড়ার যোগ্যতা ওদের, তৃণমূলকে একহাত জিতেন্দ্রর

যদিও পরে ময়নাতদন্তে উঠে আসে আত্মহত্যাই করেছেন অমিত সরকার । যদিও তা মানতে চাইছেন না জেলার বিজেপি নেতৃত্ব । তাই একাধিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিয়োগ্রাফি করে দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি ওঠে ।

কোচবিহার, 26 মার্চ : দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের দাবি জানাল জেলা তৃণমূল নেতৃত্ব ৷ ঘটনার যথাযথ তদন্ত করে দ্রুততার সঙ্গে রিপোর্ট দিক পুলিশ প্রশাসন । দিনহাটার ঘটনার প্রায় 48 ঘণ্টা পর সাংবাদিক বৈঠক করে এমনই বললেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ।

কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ের দিনহাটার বিধানসভা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহকে পাশে বসিয়ে পার্থবাবু বলেন, "বিভিন্ন ক্ষেত্রে পুলিশ তৎপরতা দেখাচ্ছে ঠিকই ৷ কিন্তু, ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিজেপি সাংসদের নেতৃত্বে যেভাবে তাণ্ডব চালানো হল, সেক্ষেত্রে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ এটা ঠিক নয় । আমরা চাই ঘটনার দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক ।"

বুধবার সকালে দিনহাটা শহরের পশু হাসপাতালের বারান্দা থেকে বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । দিনহাটা শহরের বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন তিনি ৷ এরপরেই দলের নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিনহাটা । দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে । স্থানীয় বিজেপি নেতা আনোয়ার হোসেন অভিযোগ করেন, বিধায়ক উদয়ন গুহ বিজেপিকে ঘরে ঢোকানোর চেষ্টায় নেমেছেন ৷ পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷ একই ঘটনায় বুধবার সকালেই দিনহাটা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন সাংসদ নিশীথ প্রামাণিক । তিনিও দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ তোলেন ৷ বলেন, বিধায়ক খুনের রাজনীতি করছেন ৷ সিবিআই তদন্তেরও দাবি তোলেন নিশীথ ৷

দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের দাবি জেলা তৃণমূলের

আরও পড়ুন, আমার পায়ে পড়ার যোগ্যতা ওদের, তৃণমূলকে একহাত জিতেন্দ্রর

যদিও পরে ময়নাতদন্তে উঠে আসে আত্মহত্যাই করেছেন অমিত সরকার । যদিও তা মানতে চাইছেন না জেলার বিজেপি নেতৃত্ব । তাই একাধিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিয়োগ্রাফি করে দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি ওঠে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.