ETV Bharat / state

আজ মাথাভাঙা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এলাকায় এখনও শোকের ছায়া - আগামীকাল মাথাভাঙা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, গোলকগঞ্জে এখনও শোকের ছায়া

24 ঘণ্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করতে নিষেধ করেছিল নির্বাচন কমিশন ৷ গতকাল রাত আটটায় শেষ হয়েছে সেই নিষেধাজ্ঞা ৷ তাই কোচবিহার যাওয়াতে কোনও বাধা নেই ৷ আজ সকালেই শীতলকুচি বিধানসভার মাথাভাঙার সেই গ্রামে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 13, 2021, 10:07 PM IST

Updated : Apr 14, 2021, 9:42 AM IST

কোচবিহার, 13 এপ্রিল : কোচবিহার জেলায় রাজনৈতিক নেতাদের প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার । তাই আজ কোচবিহারের মাথাভাঙায় পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সবকিছু ঠিকঠাক থাকলে সকাল দশটা নাগাদ মাথাভাঙায় যাবেন তিনি ৷ দেখা করবেন নিহতদের পরিবারের সঙ্গে ৷

আগামীকাল মাথাভাঙা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

24 ঘণ্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করতে নিষেধ করেছিল নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার রাত আটটায় শেষ হয়েছে সেই নিষেধাজ্ঞা ৷ তাই কোচবিহার যাওয়াতে কোনও বাধা নেই ৷ কাল সকালেই শীতলকুচি বিধানসভার মাথাভাঙার সেই গ্রামে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী ৷ এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "আগামিকাল সকাল দশটায় মুখ্যমন্ত্রী মাথাভাঙায় যাবেন ৷ হাসপাতাল সংলগ্ন মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে নামবেন ৷ এরপর কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলবেন তিনি ।"

গত 10 এপ্রিল শনিবার বিধানসভা নির্বাচনের দিন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 5/126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয় । এই মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য । অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘটনার পরদিনই শীতলকুচিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর । কিন্তু নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে সেদিন তিনি আসতে পারেননি । বুধবার মাথাভাঙায় আসবেন ।

আরও পড়ুন : যদি মমতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়, তা হলে প্রধানমন্ত্রী আর শাহের কী হবে ?

এদিকে ঘটনার তিনদিন পরও গোলকগঞ্জ গ্রামে রয়েছে শোকের ছায়া । নিহতদের পরিবার পরিজনদের হাহাকার শোনা যাচ্ছে মাথাভাঙার আকাশে বাতাসে ৷ এলাকার বাসিন্দাদের মধ্যে রয়েছে ক্ষোভ । গ্রামেরই বাসিন্দা এরশাদ হোসেন লেবু বলেন, "কেন ভোট দিতে এসে প্রাণ হারাতে হবে ? এর বিচার চাই ।"

কোচবিহার, 13 এপ্রিল : কোচবিহার জেলায় রাজনৈতিক নেতাদের প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার । তাই আজ কোচবিহারের মাথাভাঙায় পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সবকিছু ঠিকঠাক থাকলে সকাল দশটা নাগাদ মাথাভাঙায় যাবেন তিনি ৷ দেখা করবেন নিহতদের পরিবারের সঙ্গে ৷

আগামীকাল মাথাভাঙা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

24 ঘণ্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার করতে নিষেধ করেছিল নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার রাত আটটায় শেষ হয়েছে সেই নিষেধাজ্ঞা ৷ তাই কোচবিহার যাওয়াতে কোনও বাধা নেই ৷ কাল সকালেই শীতলকুচি বিধানসভার মাথাভাঙার সেই গ্রামে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী ৷ এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "আগামিকাল সকাল দশটায় মুখ্যমন্ত্রী মাথাভাঙায় যাবেন ৷ হাসপাতাল সংলগ্ন মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে নামবেন ৷ এরপর কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলবেন তিনি ।"

গত 10 এপ্রিল শনিবার বিধানসভা নির্বাচনের দিন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 5/126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয় । এই মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য । অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘটনার পরদিনই শীতলকুচিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর । কিন্তু নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে সেদিন তিনি আসতে পারেননি । বুধবার মাথাভাঙায় আসবেন ।

আরও পড়ুন : যদি মমতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়, তা হলে প্রধানমন্ত্রী আর শাহের কী হবে ?

এদিকে ঘটনার তিনদিন পরও গোলকগঞ্জ গ্রামে রয়েছে শোকের ছায়া । নিহতদের পরিবার পরিজনদের হাহাকার শোনা যাচ্ছে মাথাভাঙার আকাশে বাতাসে ৷ এলাকার বাসিন্দাদের মধ্যে রয়েছে ক্ষোভ । গ্রামেরই বাসিন্দা এরশাদ হোসেন লেবু বলেন, "কেন ভোট দিতে এসে প্রাণ হারাতে হবে ? এর বিচার চাই ।"

Last Updated : Apr 14, 2021, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.