ETV Bharat / state

জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের অটো ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় গুরুতর জখম এক বিজেপি কর্মী । অভিযোগ অস্বীকার তৃণমূলের ।

জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
author img

By

Published : Apr 2, 2021, 9:30 PM IST

শীতলকুচি, 2 এপ্রিল : জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

প্রসঙ্গত , শীতলকুচি বিধানসভার ডাকঘরা বাজারে শুক্রবার বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে পঞ্চারহাট এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের অটো আটকে ভাঙচুর করা হয় ও কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । এমনকি এই ঘটনায় একজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের । গুরুতর জখম অবস্থায় ওই বিজেপি কর্মীকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে ।

জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের অটো ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : নন্দীগ্রামের ঘটনায় রিপোর্ট জমা পড়ল কমিশনে

এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে মাথাভাঙ্গা শীতলকুচি গোঁসাইহাট বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । অবরোধকারীদের সঙ্গে পুলিশ এ ব্যাপারে আলোচনা করলেও সন্ধ্যার পর অবরোধ ওঠে ।

শীতলকুচির বিজেপি প্রার্থী বরেনচন্দ্র রায়ের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে ।

যদিও এই ঘটনার সব অভিযোগ অস্বীকার করেছেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় ।

শীতলকুচি, 2 এপ্রিল : জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

প্রসঙ্গত , শীতলকুচি বিধানসভার ডাকঘরা বাজারে শুক্রবার বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে পঞ্চারহাট এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের অটো আটকে ভাঙচুর করা হয় ও কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । এমনকি এই ঘটনায় একজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের । গুরুতর জখম অবস্থায় ওই বিজেপি কর্মীকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে ।

জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের অটো ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : নন্দীগ্রামের ঘটনায় রিপোর্ট জমা পড়ল কমিশনে

এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে মাথাভাঙ্গা শীতলকুচি গোঁসাইহাট বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । অবরোধকারীদের সঙ্গে পুলিশ এ ব্যাপারে আলোচনা করলেও সন্ধ্যার পর অবরোধ ওঠে ।

শীতলকুচির বিজেপি প্রার্থী বরেনচন্দ্র রায়ের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে ।

যদিও এই ঘটনার সব অভিযোগ অস্বীকার করেছেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.