ETV Bharat / state

রাজবংশী ভোট টানতে কোচবিহারে বিজেপির সমর্থনে অনন্ত রায়ের প্রচার - Ananta Roy in support of BJP candidate Nisith Pramanik

এবার বিজেপির হয়ে প্রচারে নামতে চলেছেন কোচবিহারের গ্রেটার নেতা অনন্ত মহারাজ ওরফে অনন্ত রায় ৷ গতকাল তিনি দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভায় অংশগ্রহণ করেন ৷

রাজবংশী ভোট টানতে কোচবিহারে ভোটের প্রচারে বিজেপির সমর্থনে অনন্ত রায়
রাজবংশী ভোট টানতে কোচবিহারে ভোটের প্রচারে বিজেপির সমর্থনে অনন্ত রায়
author img

By

Published : Apr 4, 2021, 2:22 PM IST

কোচবিহার, 4 এপ্রিল : বিধানসভা নির্বাচন চলছে ৷ রাজবংশীদের ভোট আদায়ের লক্ষ্যে এবার গ্রেটার নেতা মহারাজ অনন্ত রায়কে প্রচারে নামাল বিজেপি । গতকাল দুপুরে দিনহাটা সংহতি ময়দানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে আয়োজিত শুভেন্দু অধিকারীর সভায় হাজির হন গ্রেটার সুপ্রিমো । সভায় কার্যত কিছু না বললেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির হয়ে মহারাজ প্রচার করবেন বলে বিজেপি নেতৃত্বদের দাবি ।

উত্তরবঙ্গের 7টি জেলায় একটি বড় অংশে রয়েছেন রাজবংশীরা । এই রাজবংশীরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হলেও একটি বড় অংশের মধ্যে গ্রেটার মহারাজ অনন্ত রায়ের প্রভাব রয়েছে । তবে বিভিন্ন কারণে গ্রেটার মহারাজ অনন্ত রায় বর্তমান অসমের বঙ্গাইগাঁওতে থাকেন । গত লোকসভা নির্বাচনে অনন্ত গোষ্ঠীর ভোট বিজেপির বাক্সে পড়েছিল ৷ ফলে উত্তরবঙ্গে বিজেপির ফল ভালো হয়েছিল ।

আরও পড়ুন : মাও হামলায় ছত্তিশগড়ে শহিদ 22 জওয়ান, নিখোঁজ 21

মাসখানেক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করতে আসার আগে অনন্ত রায়ের সঙ্গে দেখা করে বিজেপির হয়ে ভোট প্রচারে আসার আহ্বান জানিয়েছিলেন । এরপর গতকাল দিনহাটা সংহতি ময়দানে হাজির হন অনন্ত রায় । সভা মঞ্চে ওঠার আগেই গাড়ি থেকে নামতেই তাকে প্রণাম করেন শুভেন্দু অধিকারী ও দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ।

যদিও সভামঞ্চ থেকে তেমন কিছু বলেননি অনন্ত মহারাজ । তবে আগামী 7 দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তিনি বিজেপির হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন । রাজনৈতিক মহলের ধারণা, গ্রেটারের আরেকটি অংশ বংশীবদন বর্মনের গোষ্ঠী মমতার হয়ে প্রচারে নেমেছে । তারই পাল্টা হিসেবে বিজেপি নেতৃত্ব অনন্ত মহারাজকে ভোট প্রচারে নামিয়ে বাজিমাত করতে চাইছে ।

কোচবিহার, 4 এপ্রিল : বিধানসভা নির্বাচন চলছে ৷ রাজবংশীদের ভোট আদায়ের লক্ষ্যে এবার গ্রেটার নেতা মহারাজ অনন্ত রায়কে প্রচারে নামাল বিজেপি । গতকাল দুপুরে দিনহাটা সংহতি ময়দানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে আয়োজিত শুভেন্দু অধিকারীর সভায় হাজির হন গ্রেটার সুপ্রিমো । সভায় কার্যত কিছু না বললেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির হয়ে মহারাজ প্রচার করবেন বলে বিজেপি নেতৃত্বদের দাবি ।

উত্তরবঙ্গের 7টি জেলায় একটি বড় অংশে রয়েছেন রাজবংশীরা । এই রাজবংশীরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হলেও একটি বড় অংশের মধ্যে গ্রেটার মহারাজ অনন্ত রায়ের প্রভাব রয়েছে । তবে বিভিন্ন কারণে গ্রেটার মহারাজ অনন্ত রায় বর্তমান অসমের বঙ্গাইগাঁওতে থাকেন । গত লোকসভা নির্বাচনে অনন্ত গোষ্ঠীর ভোট বিজেপির বাক্সে পড়েছিল ৷ ফলে উত্তরবঙ্গে বিজেপির ফল ভালো হয়েছিল ।

আরও পড়ুন : মাও হামলায় ছত্তিশগড়ে শহিদ 22 জওয়ান, নিখোঁজ 21

মাসখানেক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করতে আসার আগে অনন্ত রায়ের সঙ্গে দেখা করে বিজেপির হয়ে ভোট প্রচারে আসার আহ্বান জানিয়েছিলেন । এরপর গতকাল দিনহাটা সংহতি ময়দানে হাজির হন অনন্ত রায় । সভা মঞ্চে ওঠার আগেই গাড়ি থেকে নামতেই তাকে প্রণাম করেন শুভেন্দু অধিকারী ও দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ।

যদিও সভামঞ্চ থেকে তেমন কিছু বলেননি অনন্ত মহারাজ । তবে আগামী 7 দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তিনি বিজেপির হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন । রাজনৈতিক মহলের ধারণা, গ্রেটারের আরেকটি অংশ বংশীবদন বর্মনের গোষ্ঠী মমতার হয়ে প্রচারে নেমেছে । তারই পাল্টা হিসেবে বিজেপি নেতৃত্ব অনন্ত মহারাজকে ভোট প্রচারে নামিয়ে বাজিমাত করতে চাইছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.