মাথাভাঙা, 6 এপ্রিল : মমতার সভায় যাওয়ার সময় তৃণমূল সমর্থকদের গাড়ি ভাঙচুড় করা নিয়ে উত্তেজনা ছড়ায় মাথাভাঙা এলাকায় ৷ ভাঙচুর করা হয় মোদির সভা থেকে ফেরা বিজেপি সমর্থকদের গাড়িও ৷
আজ কোচবিহারের রাসমেলার ময়দানে নির্বাচনী প্রচারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অন্যদিকে মাথাভাঙায় সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মোদির সভা থেকে ফেরার পথে শুটকাবাড়ি এলাকায় বিজেপি সমর্থকদের গাড়িতে তৃণমূল কর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ ওঠে ৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে যাওয়ার সময় আক্রমণ করা হয় তৃণমূল সমর্থকদের ৷ মাথাভাঙা এলাকায় তাঁদের গাড়ির উপর বিজেপি কর্মী-সমর্থকরা আক্রমণ করে বলে অভিযোগ ৷
তৃণমূলের যুবনেতা প্রসেনজিৎ সাহা বলেন, ‘‘আমরা যখন গাড়ি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছিলাম তখন কালীবাড়ি এলাকায় বিজেপির দুষ্কৃতীরা আক্রমণ করে ৷ আমাদের গাড়ি ভাঙচুর করে ৷ কয়েকজন আহতও হয় ।’’ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । কোচবিহার জেলার বিজেপির কনভেনার অভিজিৎ বর্মণ বলেন, ‘‘এদিন সকালে বিজেপি কর্মী সমর্থকরা যখন মাথাভাঙা থেকে কোচবিহার শহরের রাসমেলার মাঠের উদ্দেশে যাচ্ছিলেন তখন শুটকাবাড়ি এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের গাড়িতে ভাঙচুর চালায় । এতে বেশ কয়েকজন জখম হয়েছে।’’