ETV Bharat / state

স্বচ্ছল হয়েও পাচ্ছে বিনামূল্যে চাল, গম, আটা ! বিক্ষোভ তুফানগঞ্জে - BDO

RKSY-2 কার্ড যাদের রয়েছে তাদের 13 টাকা কেজি দরে চাল ও 9 টাকা কেজি দরে গম দেওয়া হচ্ছে । এ নিয়ে গন্ডগোল বাধে তুফানগঞ্জ 1 ব্লকের বিভিন্ন এলাকায় । আজ একাধিক গ্রামের বাসিন্দারা BDO অফিসে এসে এই নিয়ে অভিযোগ করেন ।

ration card_agitation
ration card_agitation
author img

By

Published : Apr 3, 2020, 9:54 AM IST

কোচবিহার, 2 এপ্রিল: দারিদ্র্যসীমার নিচে থাকা সত্ত্বেও RKSY -2 রেশন কার্ড । ফলে এই লকডাউন পিরিয়ডেও 13 টাকা কেজি দরে চাল ও 9 টাকা কেজি দরে গম কিনতে হচ্ছে । অথচ যাদের অবস্থা স্বচ্ছল তারা বিনামূল্যে চাল, গম, আটা পাচ্ছে । এ নিয়ে কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দারা BDO-র কাছে অভিযোগ জানাতে যান । অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তুফানগঞ্জ -1 ব্লকের BDO শুভজিৎ দাশগুপ্ত । ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ 1 BDO অফিস চত্বরে । পরে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

লকডাউনের জেরে গতকাল থেকে বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়েছে । AAY, SPHH, RKSY-1 কার্ড যাঁদের রয়েছে তাঁরা রেশনে বিনামূল্যে চাল, গম ও আটা পাচ্ছেন । কিন্তু RKSY-2 কার্ড যাঁদের রয়েছে তাঁদের 13 টাকা কেজি দরে চাল ও 9 টাকা কেজি দরে গম দেওয়া হচ্ছে । এ নিয়ে গন্ডগোল বাধে তুফানগঞ্জ 1 ব্লকের বিভিন্ন এলাকায় । বৃহস্পতিবার একাধিক গ্রামের বাসিন্দারা BDO অফিসে এসে এই নিয়ে অভিযোগ করেন । এই লকডাউনের সময় টাকা দিয়ে রেশন সংগ্রহ করা অসম্ভব বলে জানান তাঁরা । অভিযোগ, সেই সময় BDO তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে । এরপরই গ্রামের বাসিন্দারা BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । RKSY-2 কার্ড যাঁদের রয়েছে তাঁদের বিনামূল্যে রেশন দেওয়ার দাবি জানানো হয়েছে ।

যদিও তুফানগঞ্জ 1 ব্লকের BDO শুভজিৎ দাশগুপ্ত বলেন, “দুর্ব্যবহারের অভিযোগ ঠিক নয় । বিষয়টি খাদ্য সরবরাহ দপ্তরকে জানানো হয়েছে ।“

কোচবিহার, 2 এপ্রিল: দারিদ্র্যসীমার নিচে থাকা সত্ত্বেও RKSY -2 রেশন কার্ড । ফলে এই লকডাউন পিরিয়ডেও 13 টাকা কেজি দরে চাল ও 9 টাকা কেজি দরে গম কিনতে হচ্ছে । অথচ যাদের অবস্থা স্বচ্ছল তারা বিনামূল্যে চাল, গম, আটা পাচ্ছে । এ নিয়ে কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দারা BDO-র কাছে অভিযোগ জানাতে যান । অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তুফানগঞ্জ -1 ব্লকের BDO শুভজিৎ দাশগুপ্ত । ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ 1 BDO অফিস চত্বরে । পরে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

লকডাউনের জেরে গতকাল থেকে বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়েছে । AAY, SPHH, RKSY-1 কার্ড যাঁদের রয়েছে তাঁরা রেশনে বিনামূল্যে চাল, গম ও আটা পাচ্ছেন । কিন্তু RKSY-2 কার্ড যাঁদের রয়েছে তাঁদের 13 টাকা কেজি দরে চাল ও 9 টাকা কেজি দরে গম দেওয়া হচ্ছে । এ নিয়ে গন্ডগোল বাধে তুফানগঞ্জ 1 ব্লকের বিভিন্ন এলাকায় । বৃহস্পতিবার একাধিক গ্রামের বাসিন্দারা BDO অফিসে এসে এই নিয়ে অভিযোগ করেন । এই লকডাউনের সময় টাকা দিয়ে রেশন সংগ্রহ করা অসম্ভব বলে জানান তাঁরা । অভিযোগ, সেই সময় BDO তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে । এরপরই গ্রামের বাসিন্দারা BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । RKSY-2 কার্ড যাঁদের রয়েছে তাঁদের বিনামূল্যে রেশন দেওয়ার দাবি জানানো হয়েছে ।

যদিও তুফানগঞ্জ 1 ব্লকের BDO শুভজিৎ দাশগুপ্ত বলেন, “দুর্ব্যবহারের অভিযোগ ঠিক নয় । বিষয়টি খাদ্য সরবরাহ দপ্তরকে জানানো হয়েছে ।“

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.