ETV Bharat / state

Bangshi Badan Barman: ফের পৃথক রাজ্যের দাবিতে সরব গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা বংশীবদন বর্মন - greater cooch behar peoples association

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন বুধবার ফের পৃথক কোচবিহার রাজ্যের দাবি জানিয়েছেন ৷

ETV Bharat
বংশীবদন বর্মন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 11:04 PM IST

কোচবিহার, 20 সেপ্টেম্বর: লোকসভা নির্বাচনের আগে ফের একবার পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে সরব হল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । 2005 সালের 20 সেপ্টেম্বর পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার । দুই গ্রেটার সমর্থকের মৃত্যু হয়েছিল সেই সময় । সেই দুই শহিদের স্মরণে বুধবার কোচবিহারে শহিদ সভা করে বংশীবদন বর্মনের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । বুধবার কোচবিহার রাসমেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয় ।

এদিনের অনুষ্ঠানে বংশীবদন বর্মন জানান, ভারতভুক্তি চুক্তি মোতাবেক যে কোনও মূল্যে এই পৃথক রাজ্যের দাবি আদায় করা হবে । পৃথক কোচবিহার রাজ্যের আরেক দাবিদার অনন্ত মহারাজ সম্প্রতি বিজেপির হয়ে এরাজ্য থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ এই প্রসঙ্গে বংশীবদন বর্মন জানান, গণতান্ত্রিক দেশে কে কোথায় যাবে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে সেটা তাদের ব্যাপার ।

প্রসঙ্গত পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে গ্রেটারের বিভিন্ন সংগঠন । ইতিমধ্যে মহারাজ অনন্ত রায় নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বিজেপির সঙ্গে কার্যত হাত মিলিয়েছে । অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার সাংসদ করেছে । ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে গিয়েছলেন অনন্ত মহারাজ ।

আরও পড়ুন: কর্মসূচির অনুমোদন দেয়নি দিল্লি পুলিশ, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা তৃণমূলের

অপরদিকে বংশীবদন বর্মন নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছেন । এমনকী বংশীবদন বর্মন রাজ্য সরকারের রাজবংশী ভাষা একাডেমির দায়িত্বেও রয়েছেন । তবে সম্প্রতি বাংলাভাগ নিয়ে অনন্ত মহারাজের দাবির পরই তৃণমূলের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়িয়েছেন বংশীবদন বর্মন । আর এরপরই বুধবার কোচবিহার রাসমেলা মাঠের সভা থেকে ফের একবার পুরনো দাবির সমর্থনে হুঁশিয়ারি দিলেন এই গ্রেটার নেতা । 2024 সালের লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলকে তিনি সমর্থন করবেন এই প্রশ্নের উত্তরে গ্রেটার সুপ্রিমো জানান, যে রাজনৈতিক দল তাদের দাবিকে মান্যতা দেবে, লোকসভা নির্বাচনে তাদের পক্ষেই থাকবেন ।

কোচবিহার, 20 সেপ্টেম্বর: লোকসভা নির্বাচনের আগে ফের একবার পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে সরব হল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । 2005 সালের 20 সেপ্টেম্বর পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার । দুই গ্রেটার সমর্থকের মৃত্যু হয়েছিল সেই সময় । সেই দুই শহিদের স্মরণে বুধবার কোচবিহারে শহিদ সভা করে বংশীবদন বর্মনের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । বুধবার কোচবিহার রাসমেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয় ।

এদিনের অনুষ্ঠানে বংশীবদন বর্মন জানান, ভারতভুক্তি চুক্তি মোতাবেক যে কোনও মূল্যে এই পৃথক রাজ্যের দাবি আদায় করা হবে । পৃথক কোচবিহার রাজ্যের আরেক দাবিদার অনন্ত মহারাজ সম্প্রতি বিজেপির হয়ে এরাজ্য থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন ৷ এই প্রসঙ্গে বংশীবদন বর্মন জানান, গণতান্ত্রিক দেশে কে কোথায় যাবে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে সেটা তাদের ব্যাপার ।

প্রসঙ্গত পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে গ্রেটারের বিভিন্ন সংগঠন । ইতিমধ্যে মহারাজ অনন্ত রায় নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বিজেপির সঙ্গে কার্যত হাত মিলিয়েছে । অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার সাংসদ করেছে । ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে গিয়েছলেন অনন্ত মহারাজ ।

আরও পড়ুন: কর্মসূচির অনুমোদন দেয়নি দিল্লি পুলিশ, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা তৃণমূলের

অপরদিকে বংশীবদন বর্মন নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছেন । এমনকী বংশীবদন বর্মন রাজ্য সরকারের রাজবংশী ভাষা একাডেমির দায়িত্বেও রয়েছেন । তবে সম্প্রতি বাংলাভাগ নিয়ে অনন্ত মহারাজের দাবির পরই তৃণমূলের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়িয়েছেন বংশীবদন বর্মন । আর এরপরই বুধবার কোচবিহার রাসমেলা মাঠের সভা থেকে ফের একবার পুরনো দাবির সমর্থনে হুঁশিয়ারি দিলেন এই গ্রেটার নেতা । 2024 সালের লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলকে তিনি সমর্থন করবেন এই প্রশ্নের উত্তরে গ্রেটার সুপ্রিমো জানান, যে রাজনৈতিক দল তাদের দাবিকে মান্যতা দেবে, লোকসভা নির্বাচনে তাদের পক্ষেই থাকবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.