ETV Bharat / state

Panchayat Elections 2023: গণতন্ত্রের উৎসবে লুট ব্যালট বাক্স, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - cooch behar ballot loot

শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হল ৷ তবে এই ভোটেও ঘটেছে রক্তপাত, হিংসা, অশান্তি, ব্যালট লুটের মতো ঘটনা ৷

ETV Bharat
ব্যালট বাক্স লুট
author img

By

Published : Jul 8, 2023, 6:21 PM IST

গণতন্ত্রের উৎসবে লুট হয়ে গেল ব্যালট বাক্স

মাথাভাঙা, চাঁচল, 8 জুলাই: পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে দেখা গিয়েছে হিংসার ছবি ৷ গণতন্ত্রের উৎসবে বিভিন্ন জেলায় ঘটেছে হিংসা, রক্তপাত, মৃত্যু, বোমাবাজি, সংঘর্ষ ও গুলি চালনার ঘটনা ৷ একাধিক বুথে ঘটেছে ব্যালট পেপার লুট, ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া ও ব্যালট জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ৷ কোচবিহারের মাথাভাঙা ও মালদার চাঁচলেও দেখা গেল সেই ছবি ৷

কোচবিহারের মাথাভাঙা 1 ব্লকের হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের 2/228 নং বুথ । এই বুথে ব্যালট বাক্স লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, বিজেপির পক্ষে যাতে ভোট না পড়ে তাই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ বিজেপির জেলা সহ-সভাপতি অভিজিৎ সাহার অভিযোগ, তৃণমূলই ভোটারদের বাধা দেয় । ঘটনার পর অবশ্য উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ অন্যদিকে, হলদিবাড়ির দেওয়ানগঞ্জের 156 নং বুথে ভোট দিতে না পেরে ভোটকেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও ব্যালট বাক্স লুট করার অভিযোগ উঠেছে ভোটারদের বিরুদ্ধেও ৷

অনেকটা একইরকম ঘটনা ঘটেছে মালদার চাঁচলেও ৷ এ দিন বেলা তিনটে নাগাদ হঠাৎ চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর দুর্গাপুরের 196 বুথের তৃণমূল প্রার্থী মতিউর রহমান কয়েকজন সঙ্গী নিয়ে চাঁচল থানায় উপস্থিত হন ৷ তিনটি মোটরবাইকে তাঁরা থানায় আসেন ৷ সঙ্গে দুটি ব্যালট বাক্স ৷ ওই তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের অভিযোগ, কংগ্রেসের দুষ্কৃতীরা ওই এলাকায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে ৷ তারা বুথ থেকে ব্যালট বাক্স ছিনতাই করে ৷ গ্রামবাসীরা সেই ব্যালট বাক্স কোনওরকমে বাঁচান ৷ তাই মানুষের রায় অক্ষত রাখতে দুটি ব্যালট বাক্সই থানায় নিয়ে আসা হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোট শুরু হওয়ার ঘণ্টা দুয়েক পর থেকেই কংগ্রেস আর তৃণমূলের সংঘর্ষে গোপালপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ একসময় দু’পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়ে যায় ৷ মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় এলাকা ৷ বুথের মধ্যে আটকে পড়েন ভোটকর্মীরাও ৷ আক্রান্ত হন প্রিসাইডিং অফিসার ৷ পরিস্থিতি ঘোরালো দেখে একসময় তাঁরা ভোটগ্রহণ কেন্দ্র ছেড়ে পালিয়ে যান ৷

আরও পড়ুন: কোথায় কেন্দ্রীয় বাহিনী ? গাড়ির কিছু সমস্যা হয়েছিল, সাফাই রাজীবার

তৃণমূল প্রার্থী মতিউর রহমান বলেন, “কংগ্রেসিরা এলাকায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে ৷ প্রচুর বোমা মেরেছে ৷ আমাদের মারধর করছে ৷ প্রিসাইডিং অফিসারকে মারধর করেছে ৷ তিনি হাসপাতালে ভর্তি ৷ বুথে কোনও ভোটকর্মী নেই ৷ ওরা ব্যালট বাক্স ছিনতাই করে পালাচ্ছিল ৷ গ্রামবাসীরা দুটি বাক্স উদ্ধার করেন ৷ আমি জানি, এভাবে ব্যালট বাক্স বুথ থেকে নিয়ে আসা আইনবিরুদ্ধ ৷ কিন্তু মানুষের রায় রক্ষা করতে এছাড়া কোনও উপায় ছিল না ৷”

আরও পড়ুন: কুলতলিতে ভোট দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ 7 এসইউসিআই সমর্থক ! অভিযুক্ত তৃণমূল

অন্যদিকে স্থানীয় এক কংগ্রেস নেতা সামসুদ্দিন আলি জানান, এই এলাকায় কংগ্রেস বোমাবাজি করবে, তৃণমূলকে মারবে শুনলে সবাই হাসবে ৷ এখানে তৃণমূল অনেক শক্তিশালী ৷ ওরাই আজ বুথে ঢুকে ব্যালটে ছাপ্পা মেরে সে সব ব্যালট বাক্সে ভরেছে ৷ এরপর ব্যালট বাক্স বুথ থেকে তুলে থানায় নিয়ে গিয়েছে ৷ এটা ওদের চাল ৷ এখন কংগ্রেসকে দোষারোপ করে ওরা আইন থেকে বাঁচতে চাইছে ৷

গণতন্ত্রের উৎসবে লুট হয়ে গেল ব্যালট বাক্স

মাথাভাঙা, চাঁচল, 8 জুলাই: পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে দেখা গিয়েছে হিংসার ছবি ৷ গণতন্ত্রের উৎসবে বিভিন্ন জেলায় ঘটেছে হিংসা, রক্তপাত, মৃত্যু, বোমাবাজি, সংঘর্ষ ও গুলি চালনার ঘটনা ৷ একাধিক বুথে ঘটেছে ব্যালট পেপার লুট, ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া ও ব্যালট জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ৷ কোচবিহারের মাথাভাঙা ও মালদার চাঁচলেও দেখা গেল সেই ছবি ৷

কোচবিহারের মাথাভাঙা 1 ব্লকের হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের 2/228 নং বুথ । এই বুথে ব্যালট বাক্স লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, বিজেপির পক্ষে যাতে ভোট না পড়ে তাই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ বিজেপির জেলা সহ-সভাপতি অভিজিৎ সাহার অভিযোগ, তৃণমূলই ভোটারদের বাধা দেয় । ঘটনার পর অবশ্য উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ অন্যদিকে, হলদিবাড়ির দেওয়ানগঞ্জের 156 নং বুথে ভোট দিতে না পেরে ভোটকেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও ব্যালট বাক্স লুট করার অভিযোগ উঠেছে ভোটারদের বিরুদ্ধেও ৷

অনেকটা একইরকম ঘটনা ঘটেছে মালদার চাঁচলেও ৷ এ দিন বেলা তিনটে নাগাদ হঠাৎ চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর দুর্গাপুরের 196 বুথের তৃণমূল প্রার্থী মতিউর রহমান কয়েকজন সঙ্গী নিয়ে চাঁচল থানায় উপস্থিত হন ৷ তিনটি মোটরবাইকে তাঁরা থানায় আসেন ৷ সঙ্গে দুটি ব্যালট বাক্স ৷ ওই তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের অভিযোগ, কংগ্রেসের দুষ্কৃতীরা ওই এলাকায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে ৷ তারা বুথ থেকে ব্যালট বাক্স ছিনতাই করে ৷ গ্রামবাসীরা সেই ব্যালট বাক্স কোনওরকমে বাঁচান ৷ তাই মানুষের রায় অক্ষত রাখতে দুটি ব্যালট বাক্সই থানায় নিয়ে আসা হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোট শুরু হওয়ার ঘণ্টা দুয়েক পর থেকেই কংগ্রেস আর তৃণমূলের সংঘর্ষে গোপালপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ একসময় দু’পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়ে যায় ৷ মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় এলাকা ৷ বুথের মধ্যে আটকে পড়েন ভোটকর্মীরাও ৷ আক্রান্ত হন প্রিসাইডিং অফিসার ৷ পরিস্থিতি ঘোরালো দেখে একসময় তাঁরা ভোটগ্রহণ কেন্দ্র ছেড়ে পালিয়ে যান ৷

আরও পড়ুন: কোথায় কেন্দ্রীয় বাহিনী ? গাড়ির কিছু সমস্যা হয়েছিল, সাফাই রাজীবার

তৃণমূল প্রার্থী মতিউর রহমান বলেন, “কংগ্রেসিরা এলাকায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে ৷ প্রচুর বোমা মেরেছে ৷ আমাদের মারধর করছে ৷ প্রিসাইডিং অফিসারকে মারধর করেছে ৷ তিনি হাসপাতালে ভর্তি ৷ বুথে কোনও ভোটকর্মী নেই ৷ ওরা ব্যালট বাক্স ছিনতাই করে পালাচ্ছিল ৷ গ্রামবাসীরা দুটি বাক্স উদ্ধার করেন ৷ আমি জানি, এভাবে ব্যালট বাক্স বুথ থেকে নিয়ে আসা আইনবিরুদ্ধ ৷ কিন্তু মানুষের রায় রক্ষা করতে এছাড়া কোনও উপায় ছিল না ৷”

আরও পড়ুন: কুলতলিতে ভোট দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ 7 এসইউসিআই সমর্থক ! অভিযুক্ত তৃণমূল

অন্যদিকে স্থানীয় এক কংগ্রেস নেতা সামসুদ্দিন আলি জানান, এই এলাকায় কংগ্রেস বোমাবাজি করবে, তৃণমূলকে মারবে শুনলে সবাই হাসবে ৷ এখানে তৃণমূল অনেক শক্তিশালী ৷ ওরাই আজ বুথে ঢুকে ব্যালটে ছাপ্পা মেরে সে সব ব্যালট বাক্সে ভরেছে ৷ এরপর ব্যালট বাক্স বুথ থেকে তুলে থানায় নিয়ে গিয়েছে ৷ এটা ওদের চাল ৷ এখন কংগ্রেসকে দোষারোপ করে ওরা আইন থেকে বাঁচতে চাইছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.