কোচবিহার, 23 অগাস্ট : জেলার বিভিন্ন হাট ও বাজারের ব্যবসায়ীদের এবার থেকে সোয়াব টেস্ট বাধ্যতামূলক করল স্বাস্থ্যবিভাগ । যারা সোয়াব টেস্ট করাবেন না তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ।
কোচবিহার জেলার তুফানগঞ্জের ভানুকুমারী বাজারে আজ থেকে এমনই নির্দেশ জারি করল ব্লক প্রশাসন । যার জেরে সোয়াব পরীক্ষাকেন্দ্রে ভিড় জমাচ্ছেন ব্যবসায়ীরা ।
কোচবিহার জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । তবে অধিকাংশই উপসর্গহীন । কোরোনা পজ়িটিভ হলেই বাসিন্দাদের আইসোলেশনে থাকতে হচ্ছে । এর ফলে ভয়ে অনেকেই আবার সোয়াব টেস্ট করাতে চাইছেন না । জেলা প্রশাসনের তরফে বিভিন্ন ছোট ছোট হাট-বাজারে শিবির করে সোয়াব টেস্ট করানো হচ্ছে । কিন্তু, ব্যবসা বন্ধ করে অনেকেই এই শিবিরগুলোতে সোয়াব টেস্টের জন্য আসতে চাইছেন না । এবার তাই ভয় দেখিয়ে সোয়াব টেস্ট করানোর জন্য ব্যবসায়ীদের চাপ দিচ্ছেন প্রশাসনের কর্তারা ।
আজ দুপুরে ব্যবসায়ীরা সোয়াব টেস্ট করাতে না এলে তুফানগঞ্জ 2 ব্লকের BDO ভগীরথ হালদার দোকানে গিয়ে গিয়ে সোয়াব টেস্ট করাতে বলেন । টেস্ট না করালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, বেশি সংখ্যক মানুষের সোয়াব পরীক্ষা যাতে করা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে ।