ETV Bharat / state

Attack on TMC MLA's Son : দিনহাটায় সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ছেলেকে মারধরের অভিযোগ - Attack on TMC MLA's Son

সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ছেলেকে মারধরের অভিযোগ (Attack on Son of TMC MAL Jagadish Barma Basunia in Dinhata Coochbehar) ৷ বৃহস্পতিবার রাতে দিনহাটা থেকে বাইকে সিতাইয়ে ফেরার পথে একদল দুষ্কৃতী পথ আটকে তাঁকে মারধর করে বলে অভিযোগ ৷

Attack on Son of TMC MAL Jagadish Barma Basunia in Dinhata Coochbehar
Attack on Son of TMC MAL Jagadish Barma Basunia in Dinhata Coochbehar
author img

By

Published : Apr 1, 2022, 3:39 PM IST

কোচবিহার, 1 এপ্রিল : সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ছেলে কুন্তল রায় বসুনিয়াকে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে (Attack on Son of TMC MAL Jagadish Barma Basunia in Dinhata Coochbehar) ৷ বৃহস্পতিবার রাতে দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারি এলাকায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোসানিমারি এলাকায় ৷

বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর ছেলে বাইকে করে দিনহাটা থেকে সিতাইয়ে আসছিলেন ৷ সেই সময় গোসানিমারি 1নং অঞ্চল অফিসের সামনে হঠাৎই কয়েকজন যুবক কুন্তলের বাইক থামায় ৷ এর পর ওই যুবকদের সঙ্গে আরও কয়েকজন এসে যোগ দেয় ৷ তার পর সবাই মিলে কুন্তলকে মারধর করে বলে অভিযোগ ৷ আহত কুন্তলকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন : Arrest in Jhalda Murder Case : তপন কান্দু খুনে গ্রেফতার আরও এক

বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কুন্তলের উপর হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, অভিযোগ ভিত্তিহীন ৷ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এমনটা ঘটেছে বলে তাঁর দাবি ৷ এদিকে এই ঘটনার পরেই অভিযুক্তের বাড়িতে তৃণমূলের লোকজন ভাঙচুর চালিয়েছে বলে পাল্টা অভিযোগ উঠেছে ৷ যদিও তৃণমূলের তরফে সেই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ৷

কোচবিহার, 1 এপ্রিল : সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ছেলে কুন্তল রায় বসুনিয়াকে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে (Attack on Son of TMC MAL Jagadish Barma Basunia in Dinhata Coochbehar) ৷ বৃহস্পতিবার রাতে দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারি এলাকায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোসানিমারি এলাকায় ৷

বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁর ছেলে বাইকে করে দিনহাটা থেকে সিতাইয়ে আসছিলেন ৷ সেই সময় গোসানিমারি 1নং অঞ্চল অফিসের সামনে হঠাৎই কয়েকজন যুবক কুন্তলের বাইক থামায় ৷ এর পর ওই যুবকদের সঙ্গে আরও কয়েকজন এসে যোগ দেয় ৷ তার পর সবাই মিলে কুন্তলকে মারধর করে বলে অভিযোগ ৷ আহত কুন্তলকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন : Arrest in Jhalda Murder Case : তপন কান্দু খুনে গ্রেফতার আরও এক

বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কুন্তলের উপর হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, অভিযোগ ভিত্তিহীন ৷ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এমনটা ঘটেছে বলে তাঁর দাবি ৷ এদিকে এই ঘটনার পরেই অভিযুক্তের বাড়িতে তৃণমূলের লোকজন ভাঙচুর চালিয়েছে বলে পাল্টা অভিযোগ উঠেছে ৷ যদিও তৃণমূলের তরফে সেই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.