ETV Bharat / state

BJP বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল - bombing

BJP-র বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ । কয়েকটি তাজা বোমা উদ্ধার করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

BJP বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজি
author img

By

Published : Jul 22, 2019, 3:34 PM IST

দিনহাটা, 22 জুলাই : BJP-র বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ কোচবিহারের দিনহাটা থানার ভিলেজ -1 গ্রামের ঘটনা । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ । কয়েকটি বোমা উদ্ধার করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

অভিযোগ, চলতি মাসের 20 তারিখ রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় BJP- র বুথ সভাপতি দীপেন চক্রবর্তীর উপর হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ৷ আক্রান্ত দীপেনকে সেদিন রাতে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । গতকাল বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি ৷ এরপর সন্ধ্যায় তাঁর বাড়ির সামনে একদল দুষ্কৃতী বোমাবাজি করে ৷ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অসীম নন্দী ৷ বলেন, " অভিযোগ ভিত্তিহীন । তৃণমূলের কেউ দিনহাটা নেই । সবাই 21 জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় গেছিল । "

দিনহাটা, 22 জুলাই : BJP-র বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ কোচবিহারের দিনহাটা থানার ভিলেজ -1 গ্রামের ঘটনা । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ । কয়েকটি বোমা উদ্ধার করে । যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

অভিযোগ, চলতি মাসের 20 তারিখ রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় BJP- র বুথ সভাপতি দীপেন চক্রবর্তীর উপর হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ৷ আক্রান্ত দীপেনকে সেদিন রাতে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । গতকাল বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি ৷ এরপর সন্ধ্যায় তাঁর বাড়ির সামনে একদল দুষ্কৃতী বোমাবাজি করে ৷ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অসীম নন্দী ৷ বলেন, " অভিযোগ ভিত্তিহীন । তৃণমূলের কেউ দিনহাটা নেই । সবাই 21 জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় গেছিল । "

Intro:কোচবিহার ঃ বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা থানার অন্তর্গত ভিলেজে -১ গ্রামে। রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপির বুথ সভাপতি দীপেন চক্রবর্তীর বাড়ির সামনে বোমাবাজি করে বলে অভিযোগ । রাতেই খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃনমুল। Body:
জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা। তৃনমূল ও তৃণমূল যুবর মধ্যে দফায় -দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বহু বোমাবাজি হয়েছে। বহু গুলি চালানোর ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে খোদ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বহু। পরবর্তীতে তৃণমূল যুব থেকে তদকালীন যুব নেতা নিশীথ প্রামাণিককে বহিষ্কারের পর গন্ডগোল কিছুটা প্রশমিত হয়। এরপর নিশীথ প্রামানিক বিজেপিতে যোগ দেয় এবং বিজেপি তাকে কোচবিহার লোকসভা নির্বাচনে প্রার্থী করলে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। লোকসভা নির্বাচনের সময় থেকেই কম বেশী উত্তপ্ত ছিল দিনহাটা। নির্বাচনের ফল বেরোনোর পর এবং বিজেপির ফল ভালো হওয়ায় নতুন করে অশান্তি আবার শুরু হয় দিনহাটায়। গত কয়েকদিন ধরেই গন্ডগোল চলছিল দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায়। শনিবার রাতে বিজেপির বুথ সভাপতি দীপেন চক্রবর্তীর উপর দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় একদল তৃণমূল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। রাতেই তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সন্ধ্যায় দীপেন চক্রবর্তীর বাড়ির সামনে একদল দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। বিজেপির বুথ সভাপতি দ্বীপেন চক্রবর্তী বলেন এ দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। এরপরই হঠাৎ বোমাবাজির আওয়াজ শুনতে পাই। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা অসীম নন্দী বলেন অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের কেউ দিনহাটায় নেই। সবাই একুশে জুলাই এর প্রোগ্রামে কলকাতায় গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।# শুভঙ্কর সাহা। Conclusion:WB-CRB-4-BOMABAZI-VIS-7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.