কোচবিহার, ১৬ ডিসেম্বর : কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কংগ্রেসের নয়ারহাট কার্যালয়ে ঢুকে হামলা চালাল একদল দুষ্কৃতী । এই হামলায় দলের এক কর্মীকে কোপায় দুষ্কৃতীরা। জখম তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক । এই ঘটনার জন্য BJP-কে দায়ি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
সোমবার সকালে কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট বাজার এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী । দলীয় কার্যালয়ে ভাঙচুর করার পাশাপাশি এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা । জখম কর্মীর নাম আমিনুর মিয়া। কার্যালয়ের আসবাবপত্র বাইরে বের করে আগুন লাগানো হয় । আচমকা এই হামলার মুখে পড়ে তৃণমূল কর্মীরা দৌড়ে পালিয়ে যান । আমিনুরকে আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল ভরতি করা হয় ৷ পরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় ।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মজিরুল হোসেন বলেন, "নয়ারহাটে আমাদের কার্যালয়ে BJP-র হার্মাদরা তীর-ধনুক, আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে হামলা চালায় । আমাদের দলের নেতা আমিনুর মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ও বেধড়ক পেটানো হয় । শেষে বোমা মারা হয় । বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। "
BJP এই অভিযোগ অস্বীকার করেছে। দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ বলেন, "এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই । মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।"
এই ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে । চলছে পুলিশি টহল । দোকানপাট বন্ধ রয়েছে।