ETV Bharat / state

মাথাভাঙায় তৃণমূলের কার্যালয়ে হামলা, জখম কর্মী - ধারালো অস্ত্র দিয়ে কোপ তৃণমূল কর্মীকে

সোমবার সকালে কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট বাজার এলাকায়  তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী ।   দলীয় কার্যালয়ে ভাঙচুর করার পাশাপাশি এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা । জখম কর্মীর নাম আমিনুর মিয়া।

TMC MATHAVANGA
তৃণমূল কার্যালয়ে হামলা
author img

By

Published : Dec 16, 2019, 10:22 PM IST

কোচবিহার, ১৬ ডিসেম্বর : কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কংগ্রেসের নয়ারহাট কার্যালয়ে ঢুকে হামলা চালাল একদল দুষ্কৃতী । এই হামলায় দলের এক কর্মীকে কোপায় দুষ্কৃতীরা। জখম তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক । এই ঘটনার জন্য BJP-কে দায়ি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

সোমবার সকালে কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট বাজার এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী । দলীয় কার্যালয়ে ভাঙচুর করার পাশাপাশি এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা । জখম কর্মীর নাম আমিনুর মিয়া। কার্যালয়ের আসবাবপত্র বাইরে বের করে আগুন লাগানো হয় । আচমকা এই হামলার মুখে পড়ে তৃণমূল কর্মীরা দৌড়ে পালিয়ে যান । আমিনুরকে আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল ভরতি করা হয় ৷ পরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় ।

মজিরুল হোসেন

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মজিরুল হোসেন বলেন, "নয়ারহাটে আমাদের কার্যালয়ে BJP-র হার্মাদরা তীর-ধনুক, আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে হামলা চালায় । আমাদের দলের নেতা আমিনুর মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ও বেধড়ক পেটানো হয় । শেষে বোমা মারা হয় । বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। "

BJP এই অভিযোগ অস্বীকার করেছে। দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ বলেন, "এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই । মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।"

এই ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে । চলছে পুলিশি টহল । দোকানপাট বন্ধ রয়েছে।

কোচবিহার, ১৬ ডিসেম্বর : কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কংগ্রেসের নয়ারহাট কার্যালয়ে ঢুকে হামলা চালাল একদল দুষ্কৃতী । এই হামলায় দলের এক কর্মীকে কোপায় দুষ্কৃতীরা। জখম তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক । এই ঘটনার জন্য BJP-কে দায়ি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

সোমবার সকালে কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট বাজার এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী । দলীয় কার্যালয়ে ভাঙচুর করার পাশাপাশি এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা । জখম কর্মীর নাম আমিনুর মিয়া। কার্যালয়ের আসবাবপত্র বাইরে বের করে আগুন লাগানো হয় । আচমকা এই হামলার মুখে পড়ে তৃণমূল কর্মীরা দৌড়ে পালিয়ে যান । আমিনুরকে আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল ভরতি করা হয় ৷ পরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় ।

মজিরুল হোসেন

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মজিরুল হোসেন বলেন, "নয়ারহাটে আমাদের কার্যালয়ে BJP-র হার্মাদরা তীর-ধনুক, আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে হামলা চালায় । আমাদের দলের নেতা আমিনুর মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ও বেধড়ক পেটানো হয় । শেষে বোমা মারা হয় । বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। "

BJP এই অভিযোগ অস্বীকার করেছে। দলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ বলেন, "এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই । মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।"

এই ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে । চলছে পুলিশি টহল । দোকানপাট বন্ধ রয়েছে।

Intro:মাথাভাঙ্গায় তৃণমূল কার্যালয়ে হামলা,আসবাব পত্রে আগুন,ভাঙচুর দলীয় কার্যালয় ,ধারালো অস্ত্র দিয়ে কোপে আহত এক তৃণমূল কর্মী,অভিযুক্ত বিজেপি৷


কোচবিহার :১৬ ডিসেম্বর :


তৃণমূল কার্যালয়ে ঢুকে হামলা ,দলীয় কার্যালয়ে ভাংচুর ,দলীয় কার্যালয়ের আসবাব পোড়ানোর অভিযোগ এবং বাইক ও সাইকেল আগুনের লাগানোর অভিযোগ সহ এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার কোচবিহারের মাথাভাঙ্গার নয়ারহাট বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এক তৃণমূল কর্মীকে মারধর এবং তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ।যদিও ঘটনায় তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপি৷ আহত তৃণমূল কর্মীর নাম আমিনূর মিয়াকে প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল ভর্তি করা হয় ৷

এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা মজিরুল হোসেন জানান " প্রতিদিনের মত কর্মীরা নয়ারহাট পার্টি অফিসে গেলে হঠাত বিজেপির হার্মাদ বাহিনী তীরধনুক আগ্নেয়াস্ত্র ,বোম নিয়ে হামলা চালায় , আমাদের দলের নেতা আমিনুর মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, বেধড়ক পেটানো হয়, শেষে বোমা মারা হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে দাবী করেন তৃণমূল নেতারা।



অন্যদিকে ,বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন।তিনি জানান এই ঘটনায় বিজেপির কোনো যোগ নেই,মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

সোমবার দুপুর ১ টা নাগাত ঘটনাটি ঘটে ,বিকেল থেকে সন্ধা পর্যন্ত থমথমে এলাকায় মতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী ৷সন্ধা পর্যন্ত নয়ারহাট এলাকায় উত্তপ্ত পরিবেশ রয়েছে । এলাকার দোকানপাট, হাট, বাজার প্রায় সমস্তটাই বন্ধ। কার্যত ,পরিস্থিতি সামাল দিতে চলছে পুলিশি টহল। আমিনুর মিয়াকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।এলাকায় রাত পর্যন্ত চলছে পুলিশি টহল ৷Body:COB Conclusion:এলাকায় চলছে পুলিশি টহল ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.