ETV Bharat / state

বক্সিরহাটে গোরু ব্যবসায়ীদের হামলায় জখম অসমের 2 পুলিশকর্মী - clash

কোচবিহারের বক্সিরহাটে অসম পুলিশের সঙ্গে পশু ব্যবসায়ীদের সংঘর্ষ ৷ জখম দুই পুলিশ কর্মী ৷

বক্সিরহাট
author img

By

Published : Aug 2, 2019, 6:27 PM IST

কোচবিহার, 2 অগাস্ট : এক পশু ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে এসে বাধার মুখে পড়ল অসম পুলিশ ৷ পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে অন্য ব্যবসায়ীদের ৷ কোচবিহারের বক্সিরহাটের ঘটনা ৷

জব্বার আলি ৷ বাড়ি বক্সিরহাট ৷ অসমের বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে ৷ বহুদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল অসম পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে বক্সিরহাট বাজারে অভিযান চালায় অসম পুলিশের একটি দল ৷ বক্সিরহাট থানার পুলিশকেও সঙ্গে নিয়ে যায় অসমের পুলিশকর্মীরা ৷ জব্বারকে গ্রেপ্তারও করা হয় ৷ অভিযোগ, জব্বারকে ধরে নিয়ে আসার সময় বাজারে উপস্থিত ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায় ৷ জব্বারকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ পুলিশকে লক্ষ্য করে ঢিলও ছোড়ে তারা ৷ পুলিশকর্মীরাও শূন্যে সাত রাউন্ড গুলি ছোড়ে ৷ ঘটনায় জখম হন দুই পুলিশকর্মী ৷ যদিও পরে জব্বারকে গ্রেপ্তার করে অসমে নিয়ে যাওয়া হয় ৷

clash, bakshirhat, coochbehar
কার্তুজের খোল, বক্সিরহাট

অসমের ধুবড়ির DSP তরুণ ভুইঞাঁ জানান, "অভিযুক্ত জব্বারকে গ্রেপ্তার করতে গেলে দুষ্কৃতীরা পুলিশের উপর হামলা চালায় । ঘটনায় জখম হন দুই পুলিশকর্মী ৷"

কোচবিহার, 2 অগাস্ট : এক পশু ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে এসে বাধার মুখে পড়ল অসম পুলিশ ৷ পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে অন্য ব্যবসায়ীদের ৷ কোচবিহারের বক্সিরহাটের ঘটনা ৷

জব্বার আলি ৷ বাড়ি বক্সিরহাট ৷ অসমের বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে ৷ বহুদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল অসম পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে বক্সিরহাট বাজারে অভিযান চালায় অসম পুলিশের একটি দল ৷ বক্সিরহাট থানার পুলিশকেও সঙ্গে নিয়ে যায় অসমের পুলিশকর্মীরা ৷ জব্বারকে গ্রেপ্তারও করা হয় ৷ অভিযোগ, জব্বারকে ধরে নিয়ে আসার সময় বাজারে উপস্থিত ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায় ৷ জব্বারকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ পুলিশকে লক্ষ্য করে ঢিলও ছোড়ে তারা ৷ পুলিশকর্মীরাও শূন্যে সাত রাউন্ড গুলি ছোড়ে ৷ ঘটনায় জখম হন দুই পুলিশকর্মী ৷ যদিও পরে জব্বারকে গ্রেপ্তার করে অসমে নিয়ে যাওয়া হয় ৷

clash, bakshirhat, coochbehar
কার্তুজের খোল, বক্সিরহাট

অসমের ধুবড়ির DSP তরুণ ভুইঞাঁ জানান, "অভিযুক্ত জব্বারকে গ্রেপ্তার করতে গেলে দুষ্কৃতীরা পুলিশের উপর হামলা চালায় । ঘটনায় জখম হন দুই পুলিশকর্মী ৷"

Intro:কোচবিহারঃ অসম পুলিশের খাতায় অভিযুক্ত এক পশু ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে এলে অসম পুলিশের সাথে সংঘর্ষ বাধে পশু ব্যবসায়ীদের। শুক্রবার দুপুরে বক্সিরহাট বাজারের এই ঘটনায় অসমের দুই পুলিশ কর্মী জখম হয় । পাল্টা সাত রাউন্ড গুলি ছোড়ে অসম পুলিশের কর্মীরা। পুলিশের অভিযোগ এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে এলে দুস্কৃতীরা অসম পুলিশের ওপর হামলা চালায়। তখনই দুই পুলিশকর্মী জখম হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Body:

জানা গিয়েছে, কোচবিহার জেলায় বিভিন্ন থানায় তার নামে নানা অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে অসম পুলিশ হন্যে হয়ে খুঁজছিল। গোপন সূত্রে খবর পেয়ে অস। পুলিশের একটি বিশেষ দল বক্সিরহাট থানার পুলিশ কে নিয়ে বক্সিরহাট বাজারে গোরু হাটিতে পশু ব্যবসায়ী জব্বার আলিকে ধরতে আসে। তাকে ধরে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল সে সময় সেখানে থাকা অন্যান্য পশু ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশকে লক্ষ করে ঢিল ছুড়তে শুরু করে। এরপরই উত্তেজনা ছড়ায়। পুলিশের কর্মীরা পালটা শূন্যে গুলি ছুড়তে শুরু করে । যদিও পরে জব্বার আলী কে ছাড়িয়ে নিয়ে অসমে নিয়ে যায় পুলিশ কর্মীরা। অসমের ধুবড়ি জেলার ডি এস পি তরুণ ভূঁইয়া বলেন অভিযুক্ত জব্বার আলীকে গ্রেপ্তার করতে এলে দুষ্কৃতীরা পুলিশের ওপর হামলা চালায়। ঘটনায় দুই পুলিশকর্মী জখম হয়েছে।।# শুভঙ্কর সাহা। Conclusion:wb_crb_01_firing_script_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.