ETV Bharat / state

John Barla: নিশীথের পর কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের - বিজেপি

2019 সালের 4 এপ্রিল লোকসভা ভোটে (Lok Sabha Elections 2019) আদর্শ নির্বাচনী বিধি লাগু থাকলেও সরকারি অফিস চত্বরে মিছিল ও বাইক মিছিল করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ সেই সময় আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভা আসনের বিজেপি (BJP) প্রার্থী হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন ৷

arrest-warrant-issued-against-union-minister-john-barla-by-tufanganj-court
John Barla: নিশীথের পর কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের
author img

By

Published : Nov 18, 2022, 12:40 PM IST

কোচবিহার, 18 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) পর এবার কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভা কেন্দ্রের সাংসদ জন বারলা (John Barla) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুফানগঞ্জ আদালত ।

2019 সালের 4 এপ্রিল লোকসভা ভোটে (Lok Sabha Elections 2019) নির্বাচনী বিধি লাগু থাকলেও বিডিও অফিস চত্বরে মিছিল ও বাইক মিছিল করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ সেই সময় আলিপুরদুয়ার লোকসভা আসনের বিজেপি (BJP) প্রার্থী হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন ৷

সরকারি আইনজীবীর বক্তব্য

সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, সেই সময় ওই মিছিল করার অনুমতি না থাকায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশনের (ECI) তরফে । গত 15 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সমন পাঠায় আদালত । তারপরেও তাঁর আইনজীবী বা জন বারলা আদালতে না আসায়, এবার তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত (Tufangunj Court) । উল্লেখ্য, সেই মামলায় জন বারলা-সহ মোট চারজনের নাম থাকলেও বাকি তিনজন মুক্তি পান ।

এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন: আইন সবার জন্য সমান, নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে প্রতিক্রিয়া উদয়নের

কোচবিহার, 18 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) পর এবার কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভা কেন্দ্রের সাংসদ জন বারলা (John Barla) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুফানগঞ্জ আদালত ।

2019 সালের 4 এপ্রিল লোকসভা ভোটে (Lok Sabha Elections 2019) নির্বাচনী বিধি লাগু থাকলেও বিডিও অফিস চত্বরে মিছিল ও বাইক মিছিল করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ সেই সময় আলিপুরদুয়ার লোকসভা আসনের বিজেপি (BJP) প্রার্থী হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন ৷

সরকারি আইনজীবীর বক্তব্য

সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, সেই সময় ওই মিছিল করার অনুমতি না থাকায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশনের (ECI) তরফে । গত 15 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সমন পাঠায় আদালত । তারপরেও তাঁর আইনজীবী বা জন বারলা আদালতে না আসায়, এবার তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত (Tufangunj Court) । উল্লেখ্য, সেই মামলায় জন বারলা-সহ মোট চারজনের নাম থাকলেও বাকি তিনজন মুক্তি পান ।

এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন: আইন সবার জন্য সমান, নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে প্রতিক্রিয়া উদয়নের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.