ETV Bharat / state

লকডাউনে কর্মহীন চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রের প্রায় সাড়ে 4 হাজার ট্রাক চালক ও শ্রমিক - লকডাউনে কর্মহীন চ্যাংরাবান্ধার প্রায় সাড়ে চার হাজার ট্রাক চালক ও শ্রমিক

লকডাউন । বন্ধ আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা । কর্মহীন চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রের প্রায় সাড়ে 4 হাজার ট্রাক চালক ও শ্রমিক ।

Truck in Changrabandha Parking Zone
ট্রাক
author img

By

Published : Apr 22, 2020, 12:36 PM IST

কোচবিহার, 22 এপ্রিল : লকডাউনে বন্ধ রয়েছে আন্তর্জাতিক সীমান্ত পণ্য পরিবহন ব্যবস্থা । ফলে, সমস্যায় রয়েছেন চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের প্রায় সাড়ে চার হাজার ট্রাক চালক ও পণ্য পরিবহনে যুক্ত শ্রমিকরা । আর এই সাড়ে 4 হাজারের মধ্যে চালক ও শ্রমিক মিলিয়ে 2200 জন চ্যাংরাবান্ধা এলাকার । 1400 জন ডুয়ার্সের । আর ভিনরাজ্য থেকে আসা চালক ও পণ্য পরিবহনে যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় 800 জন । এই বাণিজ্য কেন্দ্রের ট্রাক চালক ও শ্রমিকদের মধ্যে অনেকেই স্থায়ী কাজ করেন । অর্থাৎ তাঁরা মাসিক বেতন পান । কেউ অস্থায়ী । দৈনিক মজুরি পান । অনেকে আবার চুক্তিভিত্তিক । লকডাউনে এঁরা প্রত্যেকেই কর্মহীন । বন্ধ হয়ে গেছে রুটি-রোজগার । আর তাতেই অনিশ্চয়তায় ভুগছেন চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের চালক ও শ্রমিকরা ।

চ্যাংরাবান্ধা এলাকার ট্রাক চালকরা বলেন, "ট্রাক চললে আমাদের সংসার চলে । এখন ট্রাক চলাচল বন্ধ । আন্তর্জাতিক ট্রাক পরিবহন ব্যবস্থা কবে খুলবে তা জানা নেই । ফলে দুশ্চিন্তা হচ্ছে ।"

ভিনরাজ্যের ট্রাক চালকরা জানান, তাঁরা বাংলাদেশের রপ্তানির জন্য ভুটান থেকে বোল্ডার বোঝাই করে নিয়ে আসতেন । এখন সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য পাঠানো বন্ধ হয়ে গেছে । ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের ।

অনেক ট্রাক চালকই আটকে পড়েছেন সীমান্তে । লকডাউনের ফলে খাবারের দোকান বন্ধ । তাই খাবার পেতেও সমস্যা হচ্ছে । স্থানীয়রা সাময়িকভাবে খাবারের ব্যবস্থা করে দিলেও তাতে দুশ্চিন্তা কমছে না এই ট্রাক চালকদের ।

এই বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাক পার্কিং জ়োন ওয়েলফেয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয় । তাদের তরফে জানানো হয়, "চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ট্রাক চালক ও শ্রমিকদের সাধ্যমতো সাহায্য করা হচ্ছে ।"

কোচবিহার, 22 এপ্রিল : লকডাউনে বন্ধ রয়েছে আন্তর্জাতিক সীমান্ত পণ্য পরিবহন ব্যবস্থা । ফলে, সমস্যায় রয়েছেন চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের প্রায় সাড়ে চার হাজার ট্রাক চালক ও পণ্য পরিবহনে যুক্ত শ্রমিকরা । আর এই সাড়ে 4 হাজারের মধ্যে চালক ও শ্রমিক মিলিয়ে 2200 জন চ্যাংরাবান্ধা এলাকার । 1400 জন ডুয়ার্সের । আর ভিনরাজ্য থেকে আসা চালক ও পণ্য পরিবহনে যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় 800 জন । এই বাণিজ্য কেন্দ্রের ট্রাক চালক ও শ্রমিকদের মধ্যে অনেকেই স্থায়ী কাজ করেন । অর্থাৎ তাঁরা মাসিক বেতন পান । কেউ অস্থায়ী । দৈনিক মজুরি পান । অনেকে আবার চুক্তিভিত্তিক । লকডাউনে এঁরা প্রত্যেকেই কর্মহীন । বন্ধ হয়ে গেছে রুটি-রোজগার । আর তাতেই অনিশ্চয়তায় ভুগছেন চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের চালক ও শ্রমিকরা ।

চ্যাংরাবান্ধা এলাকার ট্রাক চালকরা বলেন, "ট্রাক চললে আমাদের সংসার চলে । এখন ট্রাক চলাচল বন্ধ । আন্তর্জাতিক ট্রাক পরিবহন ব্যবস্থা কবে খুলবে তা জানা নেই । ফলে দুশ্চিন্তা হচ্ছে ।"

ভিনরাজ্যের ট্রাক চালকরা জানান, তাঁরা বাংলাদেশের রপ্তানির জন্য ভুটান থেকে বোল্ডার বোঝাই করে নিয়ে আসতেন । এখন সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য পাঠানো বন্ধ হয়ে গেছে । ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের ।

অনেক ট্রাক চালকই আটকে পড়েছেন সীমান্তে । লকডাউনের ফলে খাবারের দোকান বন্ধ । তাই খাবার পেতেও সমস্যা হচ্ছে । স্থানীয়রা সাময়িকভাবে খাবারের ব্যবস্থা করে দিলেও তাতে দুশ্চিন্তা কমছে না এই ট্রাক চালকদের ।

এই বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাক পার্কিং জ়োন ওয়েলফেয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয় । তাদের তরফে জানানো হয়, "চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ট্রাক চালক ও শ্রমিকদের সাধ্যমতো সাহায্য করা হচ্ছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.