কোচবিহার, 30 এপ্রিল: কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হল এলাকা ৷ উড়িয়ে নিয়ে গেল ঘরের চাল ৷ উপড়ে গিয়েছে বহু গাছ । ভাঙল বিয়ে বাড়ির প্যান্ডেলও । অসহায় হয়ে পড়ল এলাকার বহু পরিবার । শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গা-1 নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ সেখানেই ঝড়ের তাণ্ডব চলে । ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন ৷
জানা গিয়েছে, রাত আনুমানিক একটা নাগাদ আচমকাই ঝোড়ো হাওয়া শুরু হয় । এই গ্রাম পঞ্চায়েতের কেশরিবাড়ি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । এখন পর্যন্ত খবর অনুযায়ী, প্রায় 80টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে । কারও ঘরের চাল উড়ে গিয়েছে তো কারও ভেঙে পড়েছে ঘর । শুধু তাই নয়, বড় বড় গাছ উপড়ে পড়ে গিয়েছে ঝড়ে । এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন ওই 80টি পরিবার । তবে গতকাল রাতে কোচবিহারের মাথাভাঙ্গার অন্যান্য জায়গায় এবং মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ঝড়ো হওয়া হলেও তেমন কোনও ক্ষতি হয়নি । ঘর-বাড়ি ভেঙে যাওয়ার খবর মেলেনি ।
ঝড়ে ক্ষতিগ্রস্থ কেদারহাট এলাকার বাসিন্দা সাগর বর্মন ও ব্রজেন বর্মন জানান, প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে ঝোড়ো হওয়াতেই ঘর ভেঙে যায় । ঘরের চাল উড়ে যায় । এই অবস্থায় প্রাণ বাঁচাতে তারা খাটের নিচে আশ্রয় নেন । পরিবার নিয়ে কোনওক্রমে প্রাণ বেঁচে যায় । এলাকার বাসিন্দা বাঞ্ছা বর্মন জানান, তাদের ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গিয়েছে বিয়ে বাড়ির প্যান্ডেল । বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন । এই অবস্থায় প্রত্যেকেই প্রশাসনিক সহযোগিতার আর্জি জানিয়েছেন । এই বিষয়ে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, "প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ।"
আরও পড়ুন: নিম্নচাপের জেরে ভিজল রাজ্য, আগামীকাল হতে পারে শিলাবৃষ্টি