ETV Bharat / state

Arms Recovered: বিজেপি নেতার গাড়ি থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতারের দাবি তৃণমূলের - বিজেপির বিধায়ক মালতি রাভা

বিজেপি নেতা (BJP Leader) রথীন বোসের মালিকানাধীন গাড়ি থেকে অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য (Arms Recovered) । গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল ৷

Arms recovered from BJP leaders car in Cooch Behar
Arms recovered from BJP leaders car in Cooch Behar
author img

By

Published : Sep 27, 2022, 9:38 PM IST

কোচবিহার, 27 সেপ্টেম্বর: গত 11 সেপ্টেম্বর কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর সেখানে একটি অস্ত্র-সহ গাড়ি উদ্ধার করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ । ওই গাড়ির মালিক বিজেপির রাজ্য সহ-সভাপতি রথীন বোস । বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বর্তমানে ওই গাড়িটি ব্যবহার করেন । তাই তাঁদের গ্রেফতারের দাবি জানাল কোচবিহার জেলা তৃণমূল (TMC) ।

এদিন দুপুরে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করে বলেন, "বিজেপির জেলা সভাপতি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । তাই তাঁদের গ্রেফতার করা উচিত ।"

আরও পড়ুন: ইয়াবা ট্যাবেলট পাচারে অভিযুক্তের সঙ্গে নিশীথের সম্পর্ক রয়েছে ! উদয়নের পোস্ট ঘিরে বিতর্ক

যদিও বিজেপির বিধায়ক (BJP MLA) মালতি রাভা বলেন, "পুলিশ ষড়যন্ত্র করে ওই ঘটনা ঘটিয়েছে । রথীন বোসের নামে ওই গাড়িতে হলেও সেটি কোচবিহার জেলা বিজেপি কিনেছে ৷ কিন্তু মালিকানা চেঞ্জ হয়নি । বিজেপির জেলা সভাপতি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান ।" যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ওই গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

কোচবিহার, 27 সেপ্টেম্বর: গত 11 সেপ্টেম্বর কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর সেখানে একটি অস্ত্র-সহ গাড়ি উদ্ধার করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ । ওই গাড়ির মালিক বিজেপির রাজ্য সহ-সভাপতি রথীন বোস । বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বর্তমানে ওই গাড়িটি ব্যবহার করেন । তাই তাঁদের গ্রেফতারের দাবি জানাল কোচবিহার জেলা তৃণমূল (TMC) ।

এদিন দুপুরে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করে বলেন, "বিজেপির জেলা সভাপতি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । তাই তাঁদের গ্রেফতার করা উচিত ।"

আরও পড়ুন: ইয়াবা ট্যাবেলট পাচারে অভিযুক্তের সঙ্গে নিশীথের সম্পর্ক রয়েছে ! উদয়নের পোস্ট ঘিরে বিতর্ক

যদিও বিজেপির বিধায়ক (BJP MLA) মালতি রাভা বলেন, "পুলিশ ষড়যন্ত্র করে ওই ঘটনা ঘটিয়েছে । রথীন বোসের নামে ওই গাড়িতে হলেও সেটি কোচবিহার জেলা বিজেপি কিনেছে ৷ কিন্তু মালিকানা চেঞ্জ হয়নি । বিজেপির জেলা সভাপতি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান ।" যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ওই গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.