ETV Bharat / state

রবীন্দ্রনাথ ঘোষের এলাকায় যেতেই BJP-র মিছিলে ইটবৃষ্টি - nishith pramanik

কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের রোড শো-তে চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ধলপল এলাকার ঘটনাটি।

author img

By

Published : Mar 30, 2019, 11:27 PM IST

কোচবিহার, ৩০ মার্চ : কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের রোড শো-তে চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ধলপল এলাকার ঘটনাটি। একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। নিশীথের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার রোড শো ভন্ডুল করতে এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কোচবিহার জেলায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেনি সেইরকম ভাবে। আজ সকালে কোচবিহার শহর থেকে নিশীথের রোড শো শুরু হয়। কোচবিহার-২ ব্লকের বিভিন্ন গ্রাম ঘোরার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এলাকা ধলপলে যেতেই BJP প্রার্থীর রোড শো-র উপর শুরু হয় ইটবৃষ্টি। হুড়োহুড়ি পড়ে যায়। BJP প্রার্থীদের মারধরও করা হয়।

যদিও তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, "সব অভিযোগ ভিত্তিহীন।" এই ঘটনার পর এলাকায় তৃণমূল একটি মিছিল বের করে। সেই মিছিলে পালটা হামলার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে। তৃণমূলের তরফে বলা হয়েছে হামলায় তাদের দলের ১৫ জন জখম হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। অন্যদিকে BJP জানিয়েছে, হামলায় তাদের ৫ জন জখম হয়েছে।

কোচবিহার, ৩০ মার্চ : কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের রোড শো-তে চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ধলপল এলাকার ঘটনাটি। একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। নিশীথের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার রোড শো ভন্ডুল করতে এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কোচবিহার জেলায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেনি সেইরকম ভাবে। আজ সকালে কোচবিহার শহর থেকে নিশীথের রোড শো শুরু হয়। কোচবিহার-২ ব্লকের বিভিন্ন গ্রাম ঘোরার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এলাকা ধলপলে যেতেই BJP প্রার্থীর রোড শো-র উপর শুরু হয় ইটবৃষ্টি। হুড়োহুড়ি পড়ে যায়। BJP প্রার্থীদের মারধরও করা হয়।

যদিও তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, "সব অভিযোগ ভিত্তিহীন।" এই ঘটনার পর এলাকায় তৃণমূল একটি মিছিল বের করে। সেই মিছিলে পালটা হামলার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে। তৃণমূলের তরফে বলা হয়েছে হামলায় তাদের দলের ১৫ জন জখম হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। অন্যদিকে BJP জানিয়েছে, হামলায় তাদের ৫ জন জখম হয়েছে।

Intro:গোর্খাদের সাথে সওদা করেছেন পাহারের নেতারা, স্থায়ী সমাধান দেবে কংগ্রেস


পাহারের সমস্যার স্থায়ী সমাধান দেবে একমাত্র জাতীয় কংগ্রেস। আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের এআইসিসির সম্পাদক বি পি সিং বলেন অতীতেও দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল দিয়েছিল ততকালীন কংগ্রেসের কেন্দ্রীয় সরকার। জিটিএ চুক্তির সময়েও সহযোগিতার হাত বাড়িয়েছিল কংগ্রেস। কিন্তু পাহারের সমস্যা মেটাবেন বলে গত দশ বছর ধরে কার্যত পাহারের উন্নয়ন করে নি বিজেপি। ফের মনিপুর থেকে প্রার্থী ধরে নিয়ে এসেছে। আমরা মনে করি পাহারের মানুষের সাথে গদ্দারী করেছেন বিমল গুরুং, রওশন গিরিরা। মানুষের ভাবাবেগকে সওদা করেছেন বিনয় তামঙ্গরাও।

এদিন বি পি সিং বলেন দার্জিলিং কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী শংকর মালাকারের হয়ে প্রচারে আসবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শিলিগুড়ি ছাড়াও পাহারেও সভা হতে পারে। আমরা দাগাপুর, শুকনা ও পাহারে সভাস্থল দেখছি। এছাড়া রায়গঞ্জ, জঙ্গিপুরেও প্রচার সভা করতে আসবেন রাহুল গান্ধী।


Body:.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.