ETV Bharat / state

নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ - পুলিশি নিষ্ক্রিয়তা

নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ এবং প্রমাণ লোপাট করতে খুনের অভিযোগ ৷ কোচবিহারের মেখলিগঞ্জের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আজ বিক্ষোভ দেখালেন নিহত নাবালিকার পরিবার ও স্থানীয়রা ৷

allegations-against-police-to-inacting-of-gang-rape-and-murder-case-in-mekhligange-coochbehar
নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ
author img

By

Published : Jun 17, 2021, 3:42 PM IST

কোচবিহার, 17 জুন : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকে এক মুক নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়েছিল গত 11 জুন ৷ সেই ঘটনার কিনারায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নামলেন নিহত নাবালিকার পরিবার সহ স্থানীয়রা ৷ তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ৷ নিহত এই নাবালিকার বাবা গতকাল 16 জুন পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করা হয়েছে ৷

যদিও নাবালিকার পরিবারের তরফে দেহ উদ্ধারের পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি ৷ পরিবারের অভিযোগ, গত 8 জুন তাঁদের মেয়ে নিখোঁজ হয় ৷ 11 জুন পুলিশ ওই নাবালিকার পচাগলা দেহ উদ্ধার করে ৷ কিন্তু সেই সময় পরিবারের পক্ষ থেকে পুলিশে লিখিত কোনও অভিযোগ দায়ের করেনি ৷ পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু, গতকাল নাবালিকার বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন ৷ সেই অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ৷ তারপর প্রমাণ লোপাট করতে তাঁর মেয়েকে খুন করে পাট ক্ষেতে ফেলে দেওয়া হয়েছে ৷

গতকাল অভিযোগ দায়ের করার পর, আজ সকালেই স্থানীয়দের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে নিহত নাবালিকার পরিবার ৷ তাঁদের অভিযোগ, পুলিশ ঘটনায় কোনও পদক্ষেপ নিচ্ছে না ৷ অভিযুক্তদের আড়াল করা হচ্ছে ৷ তবে প্রশ্ন উঠছে 11 তারিখ দেহ উদ্ধার হওয়ার 5 দিন পর কেন পুলিশের দ্বারস্থ হল পরিবার ৷ এ নিয়ে নিহত নাবালিকার বাবার দাবি, তিনি মেয়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছেন ৷ মেয়ের মৃত্যু শোক কাটিয়ে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে তাঁর ৷ কিন্তু পুলিশ এই ঘটনায় কোনও তদন্ত করছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷

আরও পড়ুন : চার বন্ধুকে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, গ্রেফতার 3

তাই আজ সকাল থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে নির্যাতিতার পরিবার ৷ অবিলম্বে অভিযুক্তদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷ স্থানীয়দের দাবি, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত বিক্ষোভ চলবে ৷ যদিও পুলিশের দাবি, তারা তদন্ত করছেন ৷ নিহত ওই নাবালিকার বাবা গতকাল লিখিত অভিযোগ দায়ের করার পর নতুন করে তদন্ত শুরু করা হয়েছে ৷ কারণ, নিহতের পরিবারের তরফে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে বলে জানিয়েছে পুলিশ ৷

কোচবিহার, 17 জুন : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকে এক মুক নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হয়েছিল গত 11 জুন ৷ সেই ঘটনার কিনারায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নামলেন নিহত নাবালিকার পরিবার সহ স্থানীয়রা ৷ তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ৷ নিহত এই নাবালিকার বাবা গতকাল 16 জুন পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করা হয়েছে ৷

যদিও নাবালিকার পরিবারের তরফে দেহ উদ্ধারের পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি ৷ পরিবারের অভিযোগ, গত 8 জুন তাঁদের মেয়ে নিখোঁজ হয় ৷ 11 জুন পুলিশ ওই নাবালিকার পচাগলা দেহ উদ্ধার করে ৷ কিন্তু সেই সময় পরিবারের পক্ষ থেকে পুলিশে লিখিত কোনও অভিযোগ দায়ের করেনি ৷ পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু, গতকাল নাবালিকার বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন ৷ সেই অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ৷ তারপর প্রমাণ লোপাট করতে তাঁর মেয়েকে খুন করে পাট ক্ষেতে ফেলে দেওয়া হয়েছে ৷

গতকাল অভিযোগ দায়ের করার পর, আজ সকালেই স্থানীয়দের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে নিহত নাবালিকার পরিবার ৷ তাঁদের অভিযোগ, পুলিশ ঘটনায় কোনও পদক্ষেপ নিচ্ছে না ৷ অভিযুক্তদের আড়াল করা হচ্ছে ৷ তবে প্রশ্ন উঠছে 11 তারিখ দেহ উদ্ধার হওয়ার 5 দিন পর কেন পুলিশের দ্বারস্থ হল পরিবার ৷ এ নিয়ে নিহত নাবালিকার বাবার দাবি, তিনি মেয়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছেন ৷ মেয়ের মৃত্যু শোক কাটিয়ে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে তাঁর ৷ কিন্তু পুলিশ এই ঘটনায় কোনও তদন্ত করছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷

আরও পড়ুন : চার বন্ধুকে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, গ্রেফতার 3

তাই আজ সকাল থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে নির্যাতিতার পরিবার ৷ অবিলম্বে অভিযুক্তদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷ স্থানীয়দের দাবি, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত বিক্ষোভ চলবে ৷ যদিও পুলিশের দাবি, তারা তদন্ত করছেন ৷ নিহত ওই নাবালিকার বাবা গতকাল লিখিত অভিযোগ দায়ের করার পর নতুন করে তদন্ত শুরু করা হয়েছে ৷ কারণ, নিহতের পরিবারের তরফে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.