কোচবিহার, 8 মে : শুক্রবার রাতে তৃণমূলের দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কোচবিহারে তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় তুফানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে ৷ সেখানে বিজেপির বিরুদ্ধে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ।
আরও পড়ুন : জলঙ্গীতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল
জানা গিয়েছে, কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুর ও আগুন ধরানোর অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ৷ আগুন নেভাতে খবর দেওয়া হয় দমকলে ৷ প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ স্থানীয় তৃণমূল নেতা প্রণব দে অভিযোগ করেছেন, বিজেপি জেতায় এই এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে । গোটা বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হব । তবে, বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে । বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিজেপি কর্মীরা ঘরছাড়া । তাই ওই ঘটনায় বিজেপির কেউ জড়িত হতে পারে না । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।