কোচবিহার, 1 নভেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই নাবালিকার প্রতিবেশী বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, নাবালিকা বিষয়টি বাড়িতে জানালে বা পুলিশের দ্বারস্থ হলে তার আরও ক্ষতি করা হবে বলেও হুমকি দেন ওই প্রৌঢ় ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে (allegation of rape against old man in Mekhliganj)।
অভিযুক্তর নাম পবন রায়, বয়স 58 ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ নির্যাতিতার পরিবার সূত্র অনুযায়ী জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে নাবালিকাকে ওই প্রৌঢ় তার বাড়িতে রান্না করার কথা বলে নিয়ে যায় । সেই সময়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ এতদিন ভয়ে অভিযোগ জানায়নি নাবালিকার পরিবার ৷
আরও পড়ুন: নৈহাটিকাণ্ডে পুলিশের জালে আরও দুই
এই বিষয়ে মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ মেখলিগঞ্জ থানা গ্রহণ করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে (Mekhliganj Rape Case) ৷