ETV Bharat / state

দিনহাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে ভোজালি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ - attempted murder of TMC leader in Dinhata

নবমীর রাতে কোচবিহারের দিনহাটার বাসন্তী হাটবাজারের কাছে একটি সেতুর মুখে একদল দুষ্কৃতী তাঁর উপর হঠাৎ হামলা চালায় বলে অভিযোগ । ভোজালি দিয়ে তাঁর উপর হামলা চালানো হয় । এরপর তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলে ।

Dinhata
দিনহাটা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষকে খুনের চেষ্টার অভিযোগ
author img

By

Published : Oct 26, 2020, 7:24 AM IST

Updated : Oct 26, 2020, 7:59 AM IST

কোচবিহার , 26 অক্টোবর : দিনহাটায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে ভোজালি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ । জখম ব্যক্তির নাম মিঠুন রাজভর । গতরাত 9টা নাগাদ কোচবিহারের দিনহাটার বাসন্তী হাটবাজারের সেতুর মুখে ঘটনাটি ঘটে ।

গতরাতে কোচবিহারের দিনহাটার বাসন্তী হাটবাজারের কাছে একটি সেতুর মুখে একদল দুষ্কৃতী তাঁর উপর হঠাৎ হামলা চালায় বলে অভিযোগ । ভোজালি দিয়ে তাঁর উপর হামলা চালানো হয় । এরপর তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলে । গুরুতর জখম অবস্থায় ওই কর্মাধ্যক্ষকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে ।

দুষ্কৃতীদের মধ্যে যে ধরা পড়েছে তাকে গণপিটুনি দেওয়া হয় । লক্ষ্মণ মহন্ত নামে ওই দুষ্কৃতী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ । তবে কর্মাধ্যক্ষকে কে বা কারা মারার চেষ্টা করেছে সেই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চায়নি ।

কোচবিহার , 26 অক্টোবর : দিনহাটায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে ভোজালি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ । জখম ব্যক্তির নাম মিঠুন রাজভর । গতরাত 9টা নাগাদ কোচবিহারের দিনহাটার বাসন্তী হাটবাজারের সেতুর মুখে ঘটনাটি ঘটে ।

গতরাতে কোচবিহারের দিনহাটার বাসন্তী হাটবাজারের কাছে একটি সেতুর মুখে একদল দুষ্কৃতী তাঁর উপর হঠাৎ হামলা চালায় বলে অভিযোগ । ভোজালি দিয়ে তাঁর উপর হামলা চালানো হয় । এরপর তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলে । গুরুতর জখম অবস্থায় ওই কর্মাধ্যক্ষকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে ।

দুষ্কৃতীদের মধ্যে যে ধরা পড়েছে তাকে গণপিটুনি দেওয়া হয় । লক্ষ্মণ মহন্ত নামে ওই দুষ্কৃতী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ । তবে কর্মাধ্যক্ষকে কে বা কারা মারার চেষ্টা করেছে সেই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চায়নি ।

Last Updated : Oct 26, 2020, 7:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.