দিনহাটা, 26 ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 95তম জন্মদিবস গতকাল রাতে পালন করছিল BJP কর্মীরা ৷ সেই অনুষ্ঠান চলাকালীন তাদের কার্যালয়ে ভাঙচুর করার পাশাপাশি পতাকা ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ শুধু তা-ই নয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতরাতে এলাকার কয়েকটি দোকানেও ভাঙচুর করে বলে অভিযোগ ৷ ঘটনাটি কোচবিহারের দিনহাটার মাতালহাট অঞ্চলের লক্ষ্মীবাজার এলাকার ৷ তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷
BJP-র স্থানীয় মণ্ডল সভাপতি মলয় রায় মণ্ডল বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা এভাবেই এলাকায় সন্ত্রাস করছে ৷ গতরাতে 10টি দোকানে ভাঙচুর চালিয়েছে ৷ পুলিশকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেয়নি ৷ যা পরিস্থিতি মানুষ বসবাস করতে পারছে না ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষকে নিশ্চয়তা না দিতে পারেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত ৷"
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা মনোরঞ্জন বর্মণ ৷ পালটা BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি ৷ বলেন, "BJP-র তরফেই তৃণমূলের কার্যালয় ভাঙচুর করা হয়েছে ৷ গতরাতে যে ঘটনাটি ঘটেছে, সেটা তাদের নিজেদের গোষ্ঠী কোন্দলের জের ৷ এর সঙ্গে তৃণমূলের কর্মীরা জড়িত নয় ৷" ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ৷